আমাকে বাংলাদেশে নিয়ে যান, এখানে থাকলে আমি বাঁচব না

আমাকে বাংলাদেশে নিয়ে যান, এখানে থাকলে আমি বাঁচব না

নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের আইসিইউর বেডে শুয়ে কাতরাচ্ছিলেন আলমুন নাহার অ্যানি। কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন তার স্বামী প্রিয়ক আর মেয়ে তামাররা।

অ্যানির শয্যা পাশে দাঁড়াতেই তিনি বলে উঠলেন, ‘চোখের সামনে থেকে এভাবে উধাও হয়ে গেল! কোথায় গেল? আমি কিছুই করতে পারলাম না। আমার বাবুরে নিয়ে আসেন, ও একা থাকতে পারবে না। আমি বাঁচব কেমন করে! প্রিয়ক এখন কোথায়!’ তার এমন প্রশ্নের জবাব দেওয়ার ভাষা জানা ছিল না কারোই।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ওই হাসপাতালের অষ্টম তলার আইসিইউর ১০৮ নাম্বার বেডে দেখা যায় এই হৃদয়বিদারক দৃশ্য। এ হাসপাতালের বাইরে শোকার্ত স্বজনদের আহাজারি। ভেতরে মর্গে লাশের সারি। স্বজনদের কান্না-আহাজারিতে ভারি হয়ে উঠছে পুরো হাসপাতালের পরিবেশ।

অ্যানির পাশের শয্যায় শুয়ে কাতরাচ্ছিলেন মেহেদী হাসান মাসুম। তিনি জানান, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার এফএইচ প্রিয়ক।

দুর্ভাগ্য যে তিনি তিন বছর বয়সী মেয়ে তামারাকেও বাঁচাতে পারেননি। মেহেদী বলেন, পাশাপাশি সিটে বসা ছিলেন প্রিয়ক, তার স্ত্রী ও মেয়ে। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সহযাত্রী মাসুমের সহযোগিতায় অ্যানি বাইরে বের হয়ে আসেন। আর তামারাকে নিয়ে বের হতে গিয়ে অঙ্গার হয়ে যান আলোকচিত্রী প্রিয়ক।

মৃত্যুপুরী থেকে ফিরে আসা মেহেদী হাসান বলেন, ‘কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে সবাই নামার প্রস্তুতি নিচ্ছিলাম। সিটবেল্ট খুলতেও শুরু করেছিলাম। কিছু বোঝার আগেই সবকিছু এলোমেলো হয়ে যায়। হঠাৎ করেই বিকট শব্দ হয়। সময় মাত্র দুই-তিন সেকেন্ড। এরপর আর কিছু বলতে পারি না।’

বিকেলে কাঠমান্ডু মেডিকেল কলেজ (কেএমসি) হাসপাতালের আইসিইউতে গিয়ে দেখা যায়, অবর্ণনীয় কষ্টে আছেন বুয়েট শিক্ষিকা ইমরানা কবির হাসি। পুরো শরীর ফুলে-ফেঁপে গেছে। পুড়ে গেছে প্রায় ৪০ শতাংশ। অনেকটা মৃতের মতোই নিথর দেহ।

বাংলাদেশ থেকে যাওয়া সামির হাসান নামের এক নিকটাত্মীয় হাসির শয্যাপাশে দাঁড়িয়ে চোখ মুছছিলেন। সামির জানান, দুর্ঘটনায় হাসির স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার রকিবুল হাসান মারা গেছেন। হাসিও মৃত্যুর সঙ্গে লড়ছেন। হাসির সুস্থ হওয়ার বিষয়ে জানতে চেয়েছিলাম আইসিইউ ইনচার্জের কাছে। তিনিও আশার বাণী শোনাতে পারেননি। হাসির পরিবারে চলছে শোকের মাতম।

শুধু হাসিই নন; নেপালে ইউএস-বাংলা বিমান ট্র্যাজেডিতে প্রাণে বেঁচে গেলেও কেএমসি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ব্যবসায়ী কবির হোসেন, শেখ রাশেদ রুবায়েত ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। স্বর্ণা গণস্বাস্থ্য মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী।

কেএমসি হাসপাতালের পঞ্চম তলায় আইসিইউতে যখন কাতরাচ্ছিলেন স্বর্ণা, তখন চতুর্থ তলায় তার স্বামী মেহেদী হাসান সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। সার্জারি ওয়ার্ডে যেতেই উৎকণ্ঠিত মেহেদী প্রতিবেদকের হাত চেপে ধরেই জানতে চান স্ত্রী স্বর্ণার কথা। এর আগে স্বর্ণাও আইসিইউতে একইভাবে ইশারায় জানতে চেয়েছিলেন স্বামীর কথা।

দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বর্ণা। ভেঙে গেছে তার কোমর। ঘাড় মচকে গেছে মেহেদীর। আইসিইউতে থাকা রুবায়েদ রশিদের আঘাত আরও গুরুতর। জখম হয়ে রক্তক্ষরণ হওয়ায় তার বুকে রক্ত জমে গেছে। কয়েক টুকরো হয়ে গেছে কবির হোসেনের পা।

স্বর্ণার কাছে যেতেই তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। বলেন, দয়া করে আপনারা আমাকে এখান থেকে বাংলাদেশে নিয়ে যান। এখানে থাকলে আমি বাঁচব না।

কেএমসি হাসপাতালের আইসিইউর ইনচার্জ ঐশ্বরী লুইরি সমকালকে বলেন, হাসির অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে এখানে চিকিৎসাধীন অন্য তিনজনের অবস্থা তুলনামূলক ভালো।

কবির হোসেনের ছেলে গতকাল কাঠমান্ডুতে পৌঁছেই ছুটে যান কেএমসি হাসপাতালে। বাবার শয্যাপাশে দাঁড়িয়ে নীরবে অশ্রুপাত করছিলেন তিনি। আইইউসিবিএটির ছাত্র শাওন সমকালকে বলেন, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত তার বাবা। সোমবারও ব্যবসার কাজে এসেছিলেন কাঠমান্ডুতে।

বিমান দুর্ঘটনায় এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বেঁচে থাকলেও স্বাভাবিক চলাফেরা করতে পারবেন কি-না সংশয় রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কে এম শাহজাহান কামাল গতকাল হাসপাতালে এসে আহতদের খোঁজ-খবর নেন।

নেপালে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অসিত বরণ সরকার সাংবাদিকদের বলেন, বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ বাংলাদেশি। তাদের সবার অবস্থাই সংকটাপন্ন।

ইউএস-বাংলা কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুসারে, আহতদের মধ্যে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব আলী। মোহাম্মদ রেজওয়ানুল হক আছেন ওম হাসপাতালে। কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে আছেন শাহরিন আহমেদ, মো. কবির হোসাইন ও মো. শাহিন বেপারি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment