ফটিকছড়িতে নাজিরহাট পৌরসভা নির্বাচনে শেষ হলো প্রতীক বরাদ্দ, প্রতীক পেয়ে উফুল্ল প্রার্থীরা

ফটিকছড়িতে নাজিরহাট পৌরসভা নির্বাচনে শেষ হলো প্রতীক বরাদ্দ, প্রতীক পেয়ে উফুল্ল প্রার্থীরা

মোস্তাফা কামরুল, ফটিকছড়িঃ
আসন্ন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষে হয়েছে। প্রতিক্ষার প্রতীক প্রাপ্তিতে উৎফুল্ল প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকে উপজেলা পরিষদের শফিকুল নূর মওলা হলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো.মুনীর হোসাইন খান স্বতন্ত্র মেয়র প্রার্থী, সাধারণ মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক নির্ধারণ কার্যক্রম পরিচালনা করেন।

নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৪ জন। প্রতীক নির্ধারণ হওয়া প্রার্থীরা হলেন মেয়র পদে এস.এম সিরাজ উদ দৌল্লাহ (ধানের শীষ), আনোয়ার পাশা (নারকেল গাছ), শাহ জালাল (ফুলের মালা) , এম. এ হায়াত (জগ) , এড সাজ্জাদ হোসেন চৌধুরী (কম্পিউটার), আলী আজম ছাদেক( মোবাইল)।

সাধারণ মহিলা কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ডে) আলমনারা বেগম (অটোরিক্সা), ছলিমা আকতার শিউলি (জবা ফুল), জিনু রানী নাথ (চশমা), হাসিনা বেগম (আনারস) । (৪,৫ ও ৬ নং ওয়ার্ডে) চিনু রানী শীল (আনারস), রেজিয়া বেগম (জবা ফুল) , শামসুন নাহার (অটো রিক্সা) । (৭,৮ ও ৯ নং ওয়ার্ডে) আয়েশা আকতার (চশমা), ছেমন আরা বেগম(জবা ফুল), রাজ আকতার (টেলিফোন), হাসিনা মমতাজ (আনারস)।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর (১ নং ওয়ার্ডে) সৈয়দ মো. জয়নাল আবেদীন(পাঞ্জাবী), মো. ইসমাইল হোসেন (ডালিম), মো. শফিউল আজম (গাজর),মো. শহিদুল আজম (টেবিল ল্যাম্প), আমন উল্লাহ (উট পাখি)। (২ নং ওয়ার্ড) আবুল হাসেম মজুমদার (পানির বোতল), মো. আমান উল্লাহ (পাঞ্জাবি), মো. ফজল আমিন (গাজর), আলী আকবর জুনু (টেবিল ল্যাম্প), মো. নজরুল ইসলাম (ব্রিজ) , মো. ফোররক(ডালিম), শামশুল আলম (উট পাখি) ।

(৩ নং ওয়ার্ডে) এস এম জহরুল হক চৌধুরী (পাঞ্জাবি), মো. ওসমান গনি (ডালিম), মো. শহিদুল্লাহ (টেবিল ল্যাম্প), মো. হারুন (উট পাখি) । (৪ নং ওয়ার্ডে) নেছারুল হক ( উট পাখি), মো. আব্দুল্লাহ (ঢেঁড়স), মো. আলী (টেবিল ল্যম্প) , মো. মহিন উদ্দিন(ফাইল ক্যাবিনেট)., মো. শাহজাহান(ব্রিজ), মো. হোসেন (ডালিম), আইয়ুব আলী (ব্ল্যাক বোর্ড), মো. জাহাঙ্গীর আলম (পাঞ্জাবী)।

(৫ নং ওয়ার্ডে) এস এম আবুল মুনছুর(টেবি ল্যাম্প). এস এম হেলাল (ব্ল্যাক বোর্ড), দিলীপ কুমার পাল(টিউব লাইট), মোস্তাফা কামাল (ডালিম), মো. আবু তৈয়ব (পাঞ্জাবি), মো. তৈয়ব (গাজর), মো. ফখরুল ইসলাম টিন্টু (উট পাখি), মো,. আবু জাহিদ মিয়া (ঢেঁড়স), সুমন চৌধুরী (ব্রিজ)। (৬ নং ওয়ার্ডে) আব্দুল্লাহ আল মাসুদ লিটন ( পানির বোতল), মো. আলী রেজা খান (ডালিম), মো. ইয়াকুব (টেবিল ল্যাম্প), মো. ফরিদুল আলম (উট পাখি), মো. আইয়ুব( পাঞ্জাবি)., দিদারুল আলম (ব্ল্যাক বোর্ড)।

(৭ নং ওয়ার্ডে) এম খোরশেদুল আলম( টেবিল ল্যাম্প), মো. মনজুর মিয়া ( পাঞ্জাবি), মো. মাসুদ পারভেছ (ডালিম), মো. ইসমাইল ( ব্ল্যাক বোর্ড) , মো. মহিউদ্দিন (উট পাখি), লোকমান হাকিম (ব্রীজ) (৮ নং ওয়ার্ডে) খালেদ মাহমুদ( স্ক্রু ড্রাইভার), জিয়অ উদ্দিন বাদশা ( ব্ল্যাক বোর্ড), নুরুল আবছার( ব্রীজ), মো. করিম ( ঢেঁড়স), মো. নজরুল ইসলাম(টেবিল ল্যাম্প) , মো. মানিক( পাঞ্জাবি), মোহাম্মদ আলী( পানির বোতল), মো. ক ম সরোয়ার (গাজর), জয়নাল আবেদীন(ডালিম) , মো. শাহনেওয়াজ (টিউবওয়েল), মো হারুনুর রশিদ (উট পাখি), মো. হাসমত উল্লাহ (টিউবলাইট), হারন উর রশিদ( ফাইল কেবিনেট)।

৯ নং ওয়ার্ডে মো. আনোয়ার শাহ (টেবিল ল্যাম্প), মো. আবুল হোসেন ( ব্ল্যাক বোর্ড), মো. মঈন উদ্দিন(ডালিম), মো. মোরশেদ (উট পাখি), মো. সোলাইমান (ফাইল কেবিনেট), সালাউদ্দিন (পাঞ্জাবি)। উল্লেখ্য যে, আওয়ামীগের নৌকার মনোনিত প্রার্থী মুজিবুল হকের প্রার্থীতা ঝৃণখেলাপীর দায়ে বাতিল হয়ে যায়। চলতি মাসের ২৯ তারিখ ভোট গ্রহন অনুষ্টিত হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment