রোহিঙ্গা বিদ্বেষ ছড়াতে ভূমিকা ফেসবুকের: জাতিসংঘ

রোহিঙ্গা বিদ্বেষ ছড়াতে ভূমিকা ফেসবুকের: জাতিসংঘ

মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি ঘৃণা ছড়াতে ব্যবহার হচ্ছে ফেসবুক। সম্প্রতি জাতিসংঘ মিয়ানমারে তদন্ত চালাতে গিয়ে এ তথ্য পেয়েছেন। বিষয়টি তারা ফেসবুক কর্তৃপক্ষকে অবগত করিয়েছেন। ফেসবুক এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

জাতিসংঘের তথ্যমতে ৭ লাখ রোহিঙ্গা প্রাণ বাচাতে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে চলে আসে। আর তাদের এই পরিস্থিতির মুখে ফেলতে ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জাতিসংঘের ফ্যাক্ট ফাইনডিং মিশন মিয়ানমারে তদন্ত চালাতে গিয়ে এই তথ্য জানতে পারে।

জাতিসংঘের তদন্ত দলের চেয়ারম্যান মারজুকি দ্রুসম্যান বলেন, মিয়ানমার জনগণের একটি বিশাল অংশ রোহিঙ্গা বিরোধী। এদের মনে রোহিঙ্গা বিদ্বেষ তীব্র। এজন্য অনেকাংশে দায়ী ফেসবুক। মিয়ানমারে লোকজন ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন।

এদিকে ফেসবুকের মুখপাত্র বলেন, আমরা রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা এটি সামাল দিতে অভিজ্ঞদের নিয়ে কাজ শুরু করব। এতে মিয়ানমারের লোকজনেরও সহায়তা নেয়া হবে। ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে কেউ ঘৃণা ছড়াতে পারবে না। ফেসবুক মিয়ানমারের জন্য একটি সেফটি পেজ খুলেছে। এছাড়া ফেসবুক মিয়ানমারের জন্য স্থানীয় একটি ভার্সন খুলবে। যেখানে কমিউনিটি স্ট্যানডার্ড ও রেগুলার ট্রেনিং সেশন থাকবে। সূত্র : বিবিসি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment