শেষ ওভারে উত্তেজনা, কি হয়েছিল..

শেষ ওভারে উত্তেজনা, কি হয়েছিল..

শেষ ওভারে দরকার ১২ রান। আগের বলেই সিঙ্গেল নিতে গিয়ে রান আউট মেহেদী মিরাজ। আর স্ট্রাইক হারালেন ফেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্ট্রািইকে এলেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে কোনো রান হলো না, পরের বলে সিঙ্গেল নিতে গিয়ে আউট মুস্তাফিজ। মাহমুদউল্লাহ স্ট্রাইকে, ৪ বলে দরকার ১২ রান। এরপরেই মাঠে শুরু হলো নাটক। শেষ ওভারের প্রথম ওভারে মুস্তাফিজকে দুটি ওভার বাউন্সার দেওয়া হয়েছিল। যার জন্য প্রতিবাদ জানাচ্ছিল বাংলাদেশ। সাকিব আল হাসান নিজেই উত্তেজিত, সঙ্গে অন্যন্য খেলোয়াড়রাও। হয়তো কোনো সুরাহা না পেয়ে সাকিব মাহমুদউল্লাহদের মাঠ থেকে উঠে আসতে বললেন। ম্যাচ কিউরেটর রাসেল অরনোল্ডকেও যেন কি বললেন। শেষ পর্যন্ত খালেদ মাহমুদ সুজন বুঝিয়ে সুঝিয়ে সাজঘরে ফেরত পাঠালেন তাকে।

খেলা শুরু হলো আবার। উদানার পরের বলে রিয়াদ দারুণ একটা চার মারলেন কাভারের ওপর দিয়ে। সমীকরণ তিন বলে ৮। পরের বলে দুই রান নিলেন তিনি। দরকার ২ বলে ৬ রান। উদানার বলটা পড়ল প্যাডে, মাহমুদউল্লাহ ফ্লিক করে সেটা আছড়ে ফেলেই মেতে উঠলেন উল্লাসে। ম্যাচ শেষে সাকিব জানান, দলের অধিনায়ক হিসেবে সে সময়ে তার আরও সতর্ক থাকা দরকার ছিল। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জানান, ভবিষ্যতে তিনি এই ব্যাপারে সতর্ক থাকবেন। তারপরও জয়ের খুশীতে সতীর্থদের সঙ্গে থাকবেন না এমন কি হয়। মাঠে এলন জয় উদযাপন করলেন। পুরস্কার নিলেন। নতুন গল্পটাকে সাজালেন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment