কুমিল্লায় ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লায় ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার
মো:ফাহাদ বিন রহমান,কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ গতকাল রোববার ভোররাতে মহাসড়কের সোয়াগাজী এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকনিক বাসে তল্লাসী চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া পুলিশ ক্যান্টম্যান্ট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উভয় ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোর সোয়া ৫ টায় ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মাহাবুবুর রহমানের নেতেৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোয়াগাজী ফরেস্ট অফিসের সামনে কক্সবাজার থেকে ঢাকা গামী সি.এম.ভি পরিবহনের একটি পিকনিক বাস (ঢাকা মেট্টো- ব ১৫-২৯৯৩) আটক করে। পরে পুলিশ বাসে তল্লাসী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় পুলিশ বাসের চালক মোঃ জুয়েল ভূইয়া (৩২) ও হেলপার মোঃ আলী আকবর প্রকাশ্যে শামীম(৩০)কে আটক করে। আটককৃত বাস চালকের বাড়ী লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার লতুয়া গ্রামে, বাসের হেলপারের বাড়ী মুন্সিগঞ্জ সদর এলাকায়।
এদিকে মধ্যরাতে হাইওয়ে ক্রসিং থানার এস আই আলাউদ্দিন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি বাসে তল্লাসী চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মতিউর রহমান(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার চন্দ্রয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে। পুলিশ উভয় ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment