বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বুধবার (২১মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় বিকেল ৫টায়।

বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার সাজা ও জামিনের বিষয়ে কূটনীতিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। এছাড়াও আগামী নির্বাচনের বিভিন্ন বিষয়ও তাঁদের কাছে তুলে ধরা হয়।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, রুমিন ফারহানা প্রমুখ।

বৈঠকে বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন- সুইজারল্যান্ড, স্পেন, সৌদি আরব ও সুইডেনের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সচিব, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান ও নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ, ইউএসএআইডির কান্ট্রি ম্যানেজার।

বৈঠক শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে দলের মহাসচিব কথা বলবেন। তিনি বলেন, সরকারি অর্থে, সরকারি সবধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। যেটা নির্বাচন কমিশন আইনের পরিপন্থি। অথচ কমিশন থেকে এ নিয়ে প্রধানমন্ত্রীকে একটা চিঠি পর্যন্ত দেয়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment