নানা আয়োজনের মাধ্যমে কুয়াকাটা খানাবাদ কলেজের নতুনদের বরণ ও এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সম্পন্ন

নানা আয়োজনের মাধ্যমে কুয়াকাটা খানাবাদ কলেজের নতুনদের বরণ ও এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সম্পন্ন
পটুয়াখালী  প্রতিনিধিঃ-
মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপস্থাপনের মধ্যে দিয়ে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টায় কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ মিলনায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া বিভিন্ন দিক, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কলেজের ছাত্র-ছাত্রীদের দিয়ে উপস্থাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের গভর্ণিং বডি’র সভাপতি কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: বিলকিস জাহান। ছাত্র-ছাত্রীদের প্রতি দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ সি এম সাইফুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এম জাকির হোসাইনের লেখা ‘নির্বাচিত ছোটগল্প’ সভাপতি ও অধ্যক্ষর হতে তুলে দেয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment