জয়পাড়া প্রানকেন্দ্রে ফুটপাত ও অবৈধ দোকান-পাট উচ্ছেদে প্রশাসনের নোটিশ

জয়পাড়া প্রানকেন্দ্রে ফুটপাত ও অবৈধ দোকান-পাট উচ্ছেদে প্রশাসনের নোটিশ

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি(ঢাকা):-
দৈনিক আগামীর সময় পত্রিকাসহ অন্যান্য সংবাদ পত্রে সংবাদ প্রকাশের পর অবশেষে দোহার উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়া থানার মোড় থেকে পৌরসভার কলেজ মোড় হয়ে করম আলীর মোড় পর্যন্ত অবৈধ ফুটপাত ও রাস্তার দুই পাশে থাকা অবৈধ দোকান-পাট ও নির্মান সামগ্রী সরাতে আগামী ২৫,মার্চ রোববার পর্যন্ত সময় বেধে দিয়েছে প্রশাসন।

গত বৃহস্পতিবার দোহার পৌরসভা,উপজেলা প্রশাসন ও দোহার থানা প্রশাসন কতৃপক্ষের সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত মোতাবেক জরুরী একটি বিজ্ঞপ্তি জারীতে দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির আদেশে সকলের অবগতির জন্য বলা হয় যে,উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়া থানার মোড় থেকে পৌরসভার কলেজ মোড় হয়ে করম আলীর মোড় পর্যন্ত অবৈধ ফুটপাত ও রাস্তার দুই পাশে থাকা অবৈধ দোকান-পাট,অত্র এরিয়ার মধ্যে যত্রতত্র যানবাহন পাকিং নিষিদ্ধ এবং রাস্তার উপর নির্মান সামগ্রী রাথার কারনে শিক্ষার্থীসহ সাধারন মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে।

কোথাও কোথাও নির্মান সামগ্রী ফেলে রাখার কারনে ছোট-বড় দূর্ঘটনাও ঘটায় দোহার পৌরসভা,উপজেলা প্রশাসন ও দোহার থানা প্রশাসন কতৃপক্ষের সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫,মার্চ রোববার পর্যন্ত সময় বেধে দিয়েছে প্রশাসন।

ইতিপূর্বে একাধিকবার পৌরসভা কতৃক অভিযান পরিচালনা করা হলেও স্থায়ী কোন সমাধান না হওয়াতে এবার দোহার পৌরসভা,উপজেলা প্রশাসন ও দোহার থানা প্রশাসন কতৃক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায়সহ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment