জগন্নাথপুরে আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পাগড়ী প্রদান অনুষ্টান সম্পন্ন

জগন্নাথপুরে আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পাগড়ী প্রদান অনুষ্টান সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় আল-জামেয়া ছাত্র পরিষদের আয়োজনে গতকাল বুধবার দুপুরে মাদ্রাসার হল রুমে ২০১৮ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পাগড়ী প্রদান অনুষ্টান সম্পন্ন হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্টানে প্রিন্সিপাল মাওলানা মোফাজ্জর হোসাইন পরিচালনা করেন আলিম ২য় বর্ষের ছাত্র মো.জহিরুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্টানে ছাত্র হাফিজ মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্টানের ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মাওলানা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ্বী ইসলামিক সোসাইটির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাষ্টার আবু তাহিদ,জয়দা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মখছুদুল করিম চৌধুরী,দ্বী ইসলামিক সোসাইটির জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা সদস্য মাওলানা আজীজুর রহমান,অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাষ্টার মোশারফ হোসেন,হাফিজ আবু বকর,শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা হাবীব আহমদ,মাওলানা রুহুল বয়ান,সাচায়ানী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাফিজ জুয়ের মামুন,কেশবপুর গ্রামের সমাজ সেবক সাদমান সাকিব,সাচানি গ্রামের বিশিষ্ট মুরুব্বি সাকিনুর রহমান,আক্তাপাড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাসান আহমদ,শাহ আব্দুল্লাহ মোহাম্মদ নাইম,পরীক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম,ইসলামী সংগীত পরিবেশন করেন জামেয়ার ছাত্র আলমগীর হোসেন,কবিতা আবৃত্তি করেন জামেয়ার ছাত্র তামিম আদনান। জামেয়া বিগত বছরে ট্যালেন্টপুলে বৃত্তি সহ সাধারন গ্রেডে বৃত্তি পেয়ে যাচ্ছে। জিপিএ ৫সহ পাশের হারে অন্য প্রতিষ্টান থেকে এগিয়ে যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment