পাড়িশো দুর্গাপুর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে

পাড়িশো দুর্গাপুর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে
একেএম বাবু রাজশাহী প্রতিনিধি :-
রাজশাহীর পাড়িশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ২৬শে মার্চ উপলক্ষে ২৮তারিখে বুধবার দিন ব্যপি খেলা,ধুলা কবিতা অাবৃতি,কৌতুক নাচ গান সহ মনমুগ্ধ পরিবেশে অানন্দ উৎসাহে স্বাধীনতা ও জাতীয় দিবসের উপরে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অত্র বিদ্যালয়ের শ্যামল অধিকারী শিক্ষকের পরিচালনায় এবং প্রধান শিক্ষক রাম কমল সাহার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফজলে রাব্বি ফরহাদ তার গুরুত্বপূর্ন বক্তব্য তুলে ধরে বলেন ১৯৭১ সালে ২৬শে মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি যোদ্ধাদের দিক নিদর্শনা দেয়ার মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক দেশটিকে উন্নত রাষ্ট্রে পরিচয় লাভ করেছে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের অামলে।তিনি অারো বলেন জেলা সভাপতি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে পুরো রাজশাহী ১ অাসনে অা,লীগ অাজ ঐক্যবদ্ধ।

এসবের মুলে সকলকে বলতে হবে বর্তমান এমপির বড় ধরনের অবদান রয়েছে। অপরদিকে ফজলে রাব্বি ফরহাদের কাছে স্কুলের পক্ষ থেকে বক্তব্যের মাধ্যমে কিছু দাবী অাসলে তিনি সে অালোকে বলেন পাড়িশো দুর্গাপুর স্কুলে এর অাগে অনেক উন্নয়ন দেয়া হয়েছে?

তিনি বলেন অার বাঁকি যে টুকু বাউনন্ডারি অাছে সে বিষয়ে তানোর গোদাগাড়ী অাসনের জনপ্রিয় সংগ্রামী সংগঠক (এমপি)সাহেবের কাছে বিস্তারিত তুলে ধরা হবে বলে ফজলে রাব্বি ফরহাদ তার গুরুত্বপূর্ন বক্তব্যে সুন্দর ভাবে তুলে ধরেছেন।এছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অাগাম নৌকার পক্ষে বিজয়ের লক্ষে নিরলস ভাবে ওর্য়াডে ওর্য়াডে গিয়ে নিয়মিত উন্নয়নের চিত্র গুলো তুলে ধরতে সংবাদ কর্মীর মাধ্যমে সকলের প্রতি প্রচারের অাহব্বান জানিয়েছেন কামারগাঁ ইউনিয়ন অা,লীগ সভাপতি ফজলে রাব্বি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment