পটুয়াখালী জেলার ০৭ ইউনিয়নের ৬টিতে আ’লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

পটুয়াখালী জেলার ০৭ ইউনিয়নের ৬টিতে আ’লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
 মো.মোয়াজ্জেম হোসেন,প্টুয়াখালী প্রতিনিধি:-
পটুয়াখালীর কলাপাড়া ও দুমকি উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কলাপাড়ার ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ৪ জন এবং স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) ১ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। অপরদিকে দুমকি উপজেলার ২টি ইউনিয়নের মধ্যে ২টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার ফলাফল অনুযায়ী, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন ৫ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এইচএম হুমায়ুন কবির ৮ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চম্পাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী রিন্টু তালুকদার ৩ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ডালবুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সালাম শিকদার ৩ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অপরদিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম ছালাম ৪ হাজার ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই উপজেলার লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহআলম আকন ৪ হাজার ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফলাফলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ ও দুমকি উপজেলা নির্বচান অফিসার আরিফুর রহমান।
ইউপি নির্বাচনে আওয়ামী লীগের জয়-জয়কার হলেও ভরাডুবি হয়েছে বিএনপির। তবে ইসলামী আন্দোলনের পাখা প্রতীক আলোচনায় উঠে এসেছে। সাতটি ইউপির ছয়টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ তার নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরেছে বলে ভোটাররা উৎসবমুখর রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment