দিনাজপুরে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়-ক্ষ‌তি

দিনাজপুরে কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়-ক্ষ‌তি

 দিনাজপুর প্রতিনিধিঃ-
উত্তরের জেলা দিনাজপুর,ঠাকুরগাঁও,পঞ্চগড়ে ব্যাপক ঝড় আর শিলাবৃষ্টির কারণে ক্ষয়-ক্ষ‌তির  পরিমাণ অতীতের সকল রেকর্ড ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
আজ সকাল ১১ টার দিকে পূরো আকাশ অন্ধকার হয়ে ভয়াবহ আকার ধারণ করে তার পরপরই শুরু হয় প্রচন্ড ঝড় আর শিলাবৃষ্টি।
দিনাজপুর জেলার সদর বীরগঞ্জ,সেতাবগঞ্জ,বিরল,চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলা চরম ক্ষয়-ক্ষ‌তির শিকার হয়। পার্বতীপুর উপজেলা থেকে সংগৃহীত একটি শিলার ওজন ছিল প্রায় তিনশত গ্রাম। গ্রামের প্রায় বাড়ীতে টিনের চালা ফুটো হয়ে গেছে ।জেলার ইট ভাটা গুলো চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ।সদর ,চিরিরবন্দর, বীরগঞ্জ উপজেলায় টমেটোর ক্ষেত শিলার আঘাতে চরম ক্ষতি হয়েছে ।এছাড়া ও গম,ভুট্টা সহ বিভিন্ন সবজির ক্ষয়-ক্ষ‌তির প‌রিমাণ রেকর্ড ছড়িয়েছে ।
চৌত্র মাসের মাঝামাঝি হঠাৎই কাল বৈশাখীর ছোবল চরম বেকায়দায়  ফেলেছে পূরো জেলার মানুষদের। জেলার চিরিরবন্দর, পার্বতীপুর, বীরগঞ্জ, খানসামা উপজেলায় অপেক্ষাকৃত ক্ষতির পরিমাণ বেশি বলে জানা গেছে ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment