বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ী ক্ষুদে ফুটবলারদের ঝিনাইদহের শৈলকুপায় ফুলের শুভেচ্ছা

বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ী ক্ষুদে ফুটবলারদের ঝিনাইদহের শৈলকুপায় ফুলের শুভেচ্ছা
 রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ বিজয়ী দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারেরা শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় পৌঁছালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো বিজয়ী হওয়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা সিক্ত হলো ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায়। শুক্রবার শৈলকুপায় ফিরলে শৈলকুপা উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থাসহ নানা শ্রেণি-পেশার মানুষ মেয়েদের ভালোবাসায় সিক্ত করেন। শুক্রবার বিকাল ৪টায় ঢাকা থেকে একটি বাসে করে শৈলকুপায় ফিরে বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ী দল। মেয়েদের সঙ্গে ছিলেন দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ফুটবল প্রশিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলীসহ অনেকেই। বাস থেকে নামার পরই পরই উপজেলা প্রশাসনের উপস্থিত কর্মকর্তারা মেয়েদের ফুলের পাপড়ি দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিজয়ী দলের প্রত্যেক সদস্যের হাতে গোলাপ, রজনীগন্ধা ও গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। এসময় শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তাহমিনা খাতুন উন্নতি জানায়, ‘খুব ভালো লাগছে। আমাদের মানুষ এত ভালোবাসবে এইটা আমরা আগে ভাবতে পারিনি। বেলা সাড়ে পাঁচটার দিকে ক্ষুদে ফুটবলার দল শৈলকুপা থেকে দোহারোর উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মানুষ ভালোবাসায় সিক্ত করে খুদে ফুটবলারদের। মেয়েদের বরণ করে নিতে দোহারোসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ও মেয়েদের অভিভাবকেরা ভিড় করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment