দোহারে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে ,পরীক্ষার্থীদের মাঝে উদ্ভেক

দোহারে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে ,পরীক্ষার্থীদের মাঝে উদ্ভেক

মো:সুজন হোসেন,ষ্টাফ রিপোটার:
ঢাকা দোহার উপজেলা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের ৩৩৭জন পরাক্ষার্থী তাদের কেন্দ্র পরিবর্তনে উদ্ভেক প্রকাশ করেছেন ।যার মধ্যে ছাত্র ১৩৭ জন এবং ছাত্রী ২০০জন ।প্রায় ২৬ বছর ধরে সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন ।কিন্তুু কোন এক শক্তির কাছে পরাজিত হয়ে এবছর জয়পাড়া বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরিবর্তে পদ্মা বিশ্ব বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হবে ।এতে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান সকল পরীক্ষার্থী এবং মালিকান্দা স্কুল এন্ড কলেজের গভনিং বোর্ডের সভাপতি ও নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দরানি ।গতকাল রবিবার সকালে বিশেষ সভার আয়োজন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অজয় কুমার রায় ।এসময় উপস্থিত ছিলেন পদ্মা কলেজের প্রিন্সিপাল জালাল উদ্দিন । প্রাথমিক ভাবে পদ্মা কলেজে পরীক্ষা দিতে অ-স্বীকৃতি জানান সকল পরীক্ষার্থী । পরে নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দরানি কথায় রাজি হন পরীক্ষার্থীরা । এসময় সালাউদ্দি দরানি পদ্মা কলেজের প্রিন্সিপাল জালাল উদ্দিনের দৃষ্টি আর্কষন করে বলেন ,যদি মালিকান্দা কলেজের কোন পরীক্ষার্থী ভুল ক্রমে জয়পাড়া কলেজে পৌছায় তাহলে সেখানে সে পরীক্ষা দিবে, এত কোন বাধা থাকবে না ।পরিশেষে সকলের মতামতের ভিত্তিতে বিষয়টি তাৎক্ষনিক সমাধান করা হয় ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment