স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের দণ্ড

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের দণ্ড

জেলার হাতীবান্ধা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তর দায়ে দুই যুবককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম আমিনুল ইসলাম এ আদেশ দেন।

বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- উপজেলার গাওচুলকা গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ ও একই গ্রামের জোবাইদুর রহমান।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মিন্টু চন্দ্র জানান, উপজেলার নওদাবাস কেএমএসসি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল যাওয়া ও আসার পথে প্রায় উত্ত্যক্ত করে আসছিল। বুধবার বিকালে স্কুল ছুটি হলে ওই ছাত্রী সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে উপজেলার বৌদ্ধনাথ মন্দিরের তেপতির মোড় এলাকায় ওই দুই বখাটে মোটরসাইকেল নিয়ে পথ আটকে দাঁড়ায় এবং তারা ওই ছাত্রীর ওড়না টেনে ধরে। দ্রুত ওই ছাত্রী সাইকেলটি চালিয়ে গিয়ে মেম্বারের বাজারে অবস্থানরত স্থানীয়দের অবগত করে। এ সময় ওই দুই বখাটে মেম্বারের বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করে নেয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের হাকিম জাহিদকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও জোবাইদুরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment