সব পুড়ে গেলেও অক্ষত পবিত্র কোরআন

সব পুড়ে গেলেও অক্ষত পবিত্র কোরআন

সাতক্ষীরার তালায় ঘরের ভিতরের থাকা সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হলেও অলৌকিকভাবে অক্ষত রয়েগেছে মহাগ্রন্থ আল-কোরআন। বৃহস্পতিবার সকালে ভাগবাহ গ্রামে মৃত ওজিয়ার রহমানের ছেলে নাজমুল ইসলামের বাড়িতে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

 

স্থানীয়রা জানায়, সাতক্ষীরার তালা উপজেলা ভাগবাহ গ্রামে মৃত ওজিয়ার রহমানের ছেলে নাজমুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার সকালে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সাকিটের মাধ্যমে তালাবদ্ধ ঘরে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর মধ্যে ঘরের ভিতরে থাকা কম্পিউটার, প্রোজেক্টরসহ সব মালামাল পুড়ে যায়। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। তবে অক্ষত অবস্থায় আছে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন।

 

পাটকেলঘাটা থানার তদন্ত কর্মকর্তা উজ্জল কুমার মৈত্র বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কুমিরা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলামসহ সদস্যবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment