ফেনীতে লোকালয় থেকে অজগর উদ্ধার

ফেনীতে লোকালয় থেকে অজগর উদ্ধার
ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলায় লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করেছে সামাজিক বন বিভাগ। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ আনন্দপুরের চান্দলা শাহ আলমের বাড়ির পার্শ্বে একটি কড়ই গাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
ফেনীতে লোকালয় থেকে অজগর উদ্ধারবন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে শাহ আলমে বাড়ির পার্শ্বে একটি প্রায় ৭ ফুট লম্বা অজগর দেখে লোকজন সোর চিৎকার দিলে সাপটি একটি কড়ই গাছে উঠে অবস্থান নেয়। এই খবর ছড়িয়ে পড়লে চারিদিক থেকে হাজার উৎসুক জনতা দেখতে আসে। কিন্তু কোনভাবে অজগরটিকে নামানো যাচ্ছিলো না। পরে ফুলগাজী ফায়ার সার্ভিস খবর দিলে, তারা এসে সাপুড়িয়াদের মাধ্যমে এটিকে নীচে নামাতে সক্ষম হয়।

সামাজিক বন বিভাগের কর্মকর্তা আবু নাছের জিয়া জানান, অজগর সাপটি পরশুরাম ফরেস্টের আওতাধীন মহেশপুস্করনী গ্রামের সরকারি সেগুন বনে অবমুক্ত করা হয়েছে। ধারনা করা হচ্ছে, সাপটি পার্শ্ববর্তী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment