ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ড্রেন নির্মাণের একদিন পরেই ধসে পড়লো

ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ড্রেন নির্মাণের একদিন পরেই ধসে পড়লো
মিজানুর রহমান,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডের আমুয়াকান্দা মধ্য বাজারে গতকাল রবিবার ড্রেইনের ইটগাথা হয়। আজ সোমবার সকালেই নির্মাধীন ড্রেন ধসে পড়ে। পৌর বাসিন্দা আব্দুস সালাম জানান, ড্রেন ধসে পড়ায় পৌরবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। এব্যাপারে প্রত্যক্ষদর্শী নূর মোহাম্মদ নূরে আলম সোহাগ জানান, নির্মানাধীন ড্রেনে কাজ চলমান থাকা অবস্থায় বারিবর্ষণ শুরু হয়। এরফলে উক্ত বাজারের সমস্ত পানি কাচাঁ ড্রেন দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ১০  –  ১২ হাত জায়গা ধসে পড়ে। পৌর মেয়র আমিনুল হক জানান, কাজের গুণগত মান ভালো। তবে বারিবর্ষণের ফলে ড্রেন কাচাঁ থাকায় বাজারের সমস্ত ড্রেনের পানি উক্ত নির্মানাধীন ড্রেন দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ৮  –  ১০ ফুট ধসে পড়ে এবং ড্রেনটির দ্রুত সংস্কারের কাজ চলছে। ফুলপুর পৌরসভার প্রকৌশলী পংকজ কুমার পাল জানান, আমি সরেজমিনে কাজের তদারকি করছি। নির্মাধীন ড্রেনটির নতুন করে দ্রুত সংস্কারের কাজ চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment