কোটা আন্দোলনে যাওয়ায় ইবিতে ছাত্রলীগের ২২ কর্মী হলছাড়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে দলের ২২ কর্মীকে হলছাড়া করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লালন শাহ হল থেকে তাদের নামিয়ে দেয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে দলের ২২ কর্মীকে হলছাড়া করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লালন শাহ হল থেকে তাদের নামিয়ে দেয়া হয়।

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মীর ভাষ্য মতে, বুধবার কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের পাশে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ওই আন্দোলনে অংশগ্রহণ করে শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন গ্রুপের কর্মীরা। আন্দোলন শেষে গত রাত ৯টার দিকে সভাপতি গ্রুপের কর্মী সালাউদ্দিন আহমেদ সজল আন্দোলনকারী নিজ গ্রুপের কর্মীদের নিজ কক্ষে ডেকে নেন। কোটা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তাদের অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। একই সাথে বৃহস্পতিবার সকাল দশটার আগে হল ছেড়ে যেতে বলেন। নিজেরা নেমে না গেলে অবস্থা কঠিন হবে বলে হুমকি দেন সজল। এদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের কাজী বিল্লাল হোসেন ও আসানুল মোল্লাহ মুক্তিযোদ্ধার সন্তান বলে জানা গেছে।

হল ছেড়ে যাওয়ার সময় ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে গিয়ে স্যালুট জানায়।

মুক্তিযোদ্ধার সন্তান কাজী বিল্লাল বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় আমার দোষ। এজন্য আমাকে হল ছেড়ে যেতে হচ্ছে।’

এক ছাত্রলীগ কর্মী বলেন, ছাত্রলীগকে ভালোবাসি- তাই ছাত্রলীগ করি। হলের সিটের জন্য ছাত্রলীগ করি না। কোটা সংস্কার আন্দোলন সকলের যৌক্তিক দাবি ছিল।

এবিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ সজল বলেন, আমাদের ইন্টারনাল ঝামেলার কারণে তাদের হল ছাড়া করা হয়েছে। ইন্টারনাল ঝামেলা কি জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক সব কথা সবাইকে বলা যায় না।

সভাপতি শাহিনুর রহমান শাহিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment