বর্ষবরণে নিরাপত্তায় হেলিকপ্টারের টহল দেবে র‌্যাব

বর্ষবরণে নিরাপত্তায় হেলিকপ্টারের টহল দেবে র‌্যাব

বর্ষবরণের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রার সময় আকাশ থেকে হেলিকপ্টারে টহল দেয়াসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে র‌্যাব।

শুক্রবার রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদ বলেন, ‘আগামীকাল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য দেশব্যাপী নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে র‌্যাব। উৎসবের প্রাণকেন্দ্র রমনা। তবে এর পাশাপাশি কয়েক বছর ধরে হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, উত্তরাসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান হয়। বেশি জায়গায় অনুষ্ঠান হয়ে নিরাপত্তার চ্যালেঞ্জ বেড়ে গেলেও রমনায় জনসমাগমটা কম হয়। জনগণের উৎসব আনন্দমুখর করতে আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

র‌্যাব প্রধান বলেন, ‘বর্ষবরণের অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে হে‌লিকপ্টার দি‌য়ে টহল দেয়া হ‌বে। রমনায় এসে নারীরা যেন হে‌নস্থার শিকার না হন, সেজন্য ভ্রাম্যমাণ আদালত প‌রিচা‌লিত করা হ‌বে। এছাড়া রমনা ও হাতিরঝি‌লে র‌্যাবের ডুবু‌রি দল থাকবে।’

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘পু‌রো রমনাজুড়ে ক্লোজ সা‌র্কিট ক্যা‌মেরা স্থাপন করা হয়েছে। সাদ‌া পোশাকে আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা থাক‌বে।’

বেনজীর বলেন, ‘রমনার আশপাশে দুষ্কৃ‌তিদের বিরুদ্ধে অভিযান প‌রিচা‌লিত হচ্ছে। কে কি বলছে সেই বিষ‌য়ে দৃ‌ষ্টি রাখ‌তে পর্য‌বেক্ষণ করা হ‌চ্ছে। মানু‌ষের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে রমনা বটমূলসহ বি‌ভিন্ন জায়গা প‌রিদর্শন ক‌রেন র‌্যাব প্রধান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment