লা-লিগায় বার্সার নতুন রেকর্ড

লা-লিগায় বার্সার নতুন রেকর্ড

স্প্যানিশ লা লিগায় নতুন ইতিহাস গড়লো বার্সেলোনা। শনিবার নিজেদের ঘরের মাঠ কাম্প ন্যুতে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। স্পেনের সর্বোচ্চ লিগে এই জয় নিয়ে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো বার্সেলোনা।

চারদিন আগে রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয় বার্সেলোনা। সেই হারের হতাশা কাটিয়ে লিগে ফিরেই রেকর্ড জয় তুলে নেয় কাতালান ক্লাবটি।

১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ টানা সর্বোচ্চ ৩৮টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল। তুবে সেই রেকর্ড ছিলো দুই মৌসুম মিলিয়ে। বার্সেলোনা আগের ম্যাচেই লেগানেসকে হারিয়ে সেই রেকর্ড ভাঙে। আর সেই রেকর্ড ভেঙে শনিবার নতুন রেকর্ড নিজেদের করে নিল মেসি-সুয়ারেজ।

এই ৩৯ ম্যাচের মধ্যে ৩২টি ম্যাচে জয়ের দেখা পায় কাতালান ক্লাবটি। আর বাকি সাতটি ম্যাচ ড্র হয়। বার্সেলোনার এই রেকর্ড গিড়ার পিছনে মূল অবদান দলের সেরা তারকা লিওনেল মেসির। বার্সার ৩৯ টি ম্যাচে মোট গোল হয়েছে ১০৮টি। আর এই ১০৮টি গোলের মধ্যে ৩৯টি গোলই হলো পাঁচবারের বর্স সেরা এই তারকার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment