স্ত্রী হত্যার আসামী সাভারে  গ্রেপ্তার 

স্ত্রী হত্যার আসামী সাভারে  গ্রেপ্তার 
মোহাম্মদ আব্দুস সালাম(রুবেল) সাভার প্রতিনিধিঃ
 সাভারে স্ত্রী হত্যা মামলায় পলাতক স্বামী আলগীর হোসেনকে(২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব ৪ বুধবার (১৭ এপ্রিল ) রাত ১ ঘটিকার সময়  সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের পানপাড়া মহল্লার একটি বাসা থেকে  র‌্যাব-৪ এর সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
র‌্যাব-৪ এর এএসপি আনিসুল করিম  সোমবার  (০৯ এপ্রিল) ফরিদপুরে তার দ্বীতিয় স্বামীর বাসায় রিতা (২২) নামে  এক গৃহবধূকে ছুরিকাঘাত করে সাবেক স্বামী আলগীর । পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় ।  ওই গৃহবধূর পরিবার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেলে ঘাতক স্বামী পালিয়ে যায়। পরে র‌্যাব-৪ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঘাতক ওই স্বামী সাভারের লুকিয়ে আছে । গতকাল  রাতে র‌্যাবের একটি দল সাভারের পানপাড়ার এলাকায় অভিযান পরিচালনা করলে আটক করে ওই ব্যক্তিকে ।
 ঘাতক স্বামীকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় পাঠানো হচ্ছে বলেও জানান র‍্যাব -৪ সাভার নবীনগর ক্যাম্প এর এএসপি আনিসুর করিম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment