ঝিনাইদহের কালীগঞ্জে ১টি খেজুর গাছে ৯টি মাথা

ঝিনাইদহের কালীগঞ্জে ১টি খেজুর গাছে ৯টি মাথা

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ৯ মাথা বিশিষ্ট একটি খেঁজুর গাছ দেখতে এলাকার উৎসুক জনগন প্রতিদিন ভীড় করছে। উপজেলার বাকুলিয়া গ্রামের পশ্চিমপাড়া নান্দারবিল মাঠের মধ্যে লম্বা খেঁজুর গাছটি দাঁড়িয়ে আছে। খেঁজুর গাছের উপরে ৯টি মাথা সুন্দর ভাবে বের হয়ে আছে।

যা দেখতে সত্যিই সুন্দর ও আকর্ষনীয়। গাছটির মালিক বাকুলিয়া গ্রামের মৃত আব্দার বিশ্বাসের ছেলে হবি বিশ্বাস।বাকুলিয়া গ্রামের খলিল বিশ্বাস জানান, খেঁজুর গাছটির আনুমানিক বয়স ২০ বছর হবে। গাছটির মাথায় দীর্ঘদিন ধরে ঝোপ জঙ্গলে বোঝাই ছিল। তিনি সম্প্রতি সেই ঝোপজঙ্গল পরিস্কার করে দেখতে পান গাছের মাথার চারিদিকে আরো ৯টি মাথা সুন্দর ভাবে বের হয়েছে। বের হওয়া খেঁজুর গাছের মাথার পাশ থেকে নতুন করে সেখানে ডাল ও পাতা বের হচ্ছে।

সোজা দাঁড়িয়ে থাকা খেঁজুর গাছের উপর ৯টি মাথা প্রকৃতির সৌন্দর্যকে যেন অপরূপে সাজিয়েছে।ঝিনাইদহ সরকারি কেসি কলেজের উদ্ভিব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সেকেন্দার আলী বলেন, অতিরিক্ত ফাইটো হরমোনের কারনে এক বীজপত্রি উদ্ভিদের কখনো কখনো একাধিক শাখা প্রশাখার সৃষ্টি হয়। এটা সাধারণত খেঁজুর বা নারকেল গাছে দেখা যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment