পাঁচবিবি সীমান্তে মুরগির বাচ্চা ও ফেনসিডিল আটক

পাঁচবিবি সীমান্তে মুরগির বাচ্চা ও ফেনসিডিল আটক

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সিমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময়  দশ হাজার সোনালী মুরগির বাচ্চা ও ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে এসব মুরগির বাচ্চা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

২০ বিজিবি কয়া ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া জানান, ভোরে কয়েকজন পাচারকারী কয়া সিমান্তের ভুইডোঁবা মাঠ দিয়ে বাংলাদেশ থেকে মুরগির  বাচ্চা ভারতে পাচার করছে এবং ভারতীয় ফেনসিডিল দেশে ঢুকছে এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ক্যাম্পের টহল দলের কমান্ডার সামছুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিয়ে পৃথক  অভিযান চালিয়ে এসব মুরগির বাচ্চা ও ফেনসিডিল আটক করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ক্যাম্প কমান্ডার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment