নবাবগঞ্জের কৃতি সন্তান আনিস মাষ্টারের দাফন সম্পূর্ণ

বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আনিস উদ্দিন আহম্মেদের(আনিস মাষ্টার) দাফন সম্পূর্ণ   হয়েছে।গতকাল বুধবার বাদ যোহর উপজেলার সর্ব সাধারন ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যানবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নবাবগঞ্জের কৃতি সন্তান আনিস মাষ্টারের দাফন সম্পূর্ণউল্লেখ্য বার্ধক্য জনিত কারণে ঢাকার একটি বেসরকারী গ্রিন লাইফ হাসপাতালে দীর্ঘ ১১ দিন আই.সি.ইউতে (লাইফ সাপোর্টে) থেকে গত ২৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো সাতাত্তর বছর। তিনি এক স্ত্রী,এক ছেলে ও চার মেয়ে সন্তান রেখে যান। পরিবারের পক্ষ হতে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলেরে কাছে দোয়া প্রার্থনা করা হয়।মরহুম আনিছ মাষ্টার ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স পাস করে সরকারী চাকুরী পেয়েও গ্রামের বাড়িতে আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নবাবগঞ্জ উপজেলার খানেপুর গ্রামে খানেপুর উচ্চ বিদ্যালয় নামে একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান,খানেপুর পোষ্ট অফিস ও খানেপুর বাজার তৈরী করেন।শিক্ষাপ্রতিষ্ঠান তৈরীর শুরু থেকে বিনাপয়সায় মৃত্যুর আগ পর্যন্ত শ্রম দিয়ে গেছেন।তার মৃত্যুর সংবাদ পেয়ে খানেপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং তাকে একনজর দেখার জন্য নবাবগঞ্জের মানুষ তার জানাযায় ছুটে আসে। উল্লেখ্য দৈনিক আগামীর সময়ের প্রকাশক ও সম্পাদক মো.আসাদুজ্জামান মরহুমের একমাত্র ছেলে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment