‘তারেক জিয়া পৃথিবীর জন্য বিপজ্জনক’

‘তারেক জিয়া পৃথিবীর জন্য বিপজ্জনক’

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, তারেক জিয়া একজন চিহ্নিত সাজাপ্রাপ্ত অপরাধী। বঙ্গবন্ধর খুনিদের যদি ফিরিয়ে আনা সম্ভব হয়। তাহলে তারেক জিয়াকেও দেশে ফিরিয়ে আনা সম্ভব। সে বিদেশে পাসপোর্ট স্যারেন্ডার করে রাজনৈতিক আশ্রয় নেয়ার সময়ই সে এদেশের নাগরিকত্ব হারিয়েছে। তাছাড়া তারেক জিয়া সম্পর্কে আমেরিকা দূতাবাস সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন তিনি। লন্ডন দূতবাসকেও আমেরিকা দূতাবাস বলেছে- তারেক জিয়া সব দেশের জন্যই বিপজ্জনক।’

শনিবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজনে এক সমাবেশের আগ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে বলেন, কারো খায়েশ অনুযায়ী নির্বাচন হবে না। নির্বাচন সব দলকে নিয়েই হবে। তা বর্তমান সরকারের অধীনেই হবে। বিএনপির ৯৬ সালের মত নির্বাচন হবে না।

খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে মন্ত্রী বলেন, খালেদা জিয়া যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে সেদিন দেখে কি মনে হয়েছে তিনি অসুস্থ। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রী তার সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করেছেন। অতএব খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান চান্দনের সভাপতিত্বে প্রধান অতিথি নৌ পরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শফিকুল আলম প্রমুখ।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment