ঘনঘোর অকাল বর্ষায় স্থবির জনজীবন

ঘনঘোর অকাল বর্ষায় স্থবির জনজীবন

পঞ্জিকার হিসেবে বর্ষা নামতে বাকি আরও দেড় মাস। তবে এরই মাঝে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে আচ্ছন্ন দেশের বিভিন্ন অঞ্চল। গত দুই সপ্তাহ জুড়ে কালবৈশাখী বয়ে গেলেও, বৃষ্টি ছিল কয়েক পশলার। রবিবার সকালের প্রবল বৃষ্টি সে ধারাবাহিকতা ভেঙেছে। রেকর্ড বৃষ্টিতে পানিতে সয়লাব হয়েছে রাজধানী। কোথাও কোথাও জমেছে হাঁটু পানি। আর কোথাও বাসা থেকে পানি ভেঙে বের হওয়ারই উপায় নেই। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নাগরিক জীবন। সপ্তাহের প্রথম কর্মদিনে রাস্তায় পর্যাপ্ত যানবাহন না থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে চাকরিজীবীদের। সবমিলিয়ে ঘনঘোর অকাল বর্ষা স্থবির করে দিয়েছে জনজীবন।

রবিবার সকাল থেকেই শুরু হয়েছে এই অঝোর ধারা। টানা বর্ষণে চরম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজনকে নাকাল হতে হচ্ছে বৃষ্টিতে। রাজধানীর বিভিন্ন এলাকা ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। রবিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজধানীর পাশাপাশি দেশের অধিকাংশ অঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আরও দুই দিন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। প্রবল বৃষ্টির সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি গিয়ে স্বাভাবিক হয়ে আসবে আবহাওয়া।

এদিকে দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হচ্ছে। নৌপথের বিভিন্ন রুটে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া এবং কাওড়াকন্দি-শিমুলিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। অন্যদিকে টানা বৃষ্টি এবং পূর্ণিমার কারণে অস্বাভাবিক জোয়ারে দেশের সমুদ্র উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেশের কোথাও কোথাও ফসলের ক্ষেতও পানিতে তলিয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ১০ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ (কালবৈশাখী) ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে রবিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment