র‌্যাব-১১এর অভিযানে ১৫৫৫ পিছ ইয়াবা,নগদ ১৪০২০/- ও মোবাইল সেট উদ্ধার।আটক-২

র‌্যাব-১১এর অভিযানে ১৫৫৫ পিছ ইয়াবা,নগদ ১৪০২০/- ও মোবাইল সেট উদ্ধার।আটক-২

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি:
র‌্যাব-১১,সিপিসি-১,মুন্সিগঞ্জ কোম্পানী কমান্ডার এএসপি মো.মহিতুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন কনকসার বাজারস্থ আলামিনের স্টেশনারী দোকানের ভিতর অভিযান পরিচালনা করে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতরা হলেন -গোপালগঞ্জ জেলার কাজীটোলা গ্রামের মৃত.খলিলুর রহমানের ছেলে আতিয়ার রহমান (৫৫), মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কনকসার গ্রামের আবুল হোসেনের ছেলে আল আমিন (৩০)।এদের দখল থেকে ১৫৫৫ (এক হাজার পাঁচশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৪,০২০/- (চৌদ্দ হাজার বিশ) টাকা এবং ০২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন কনকসার বাজারস্থ আলামিনের স্টেশনারী দোকানের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আতিয়ার রহমান ও আল আমিনকে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে ১৫৫৫ (এক হাজার পাঁচশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ১৪,০২০/-(চৌদ্দ হাজার বিশ)টাকা এবং ০২টি মোবাইল সেট উদ্ধার করেন।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪,৬৬,৫০০/- (চার লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত) টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment