উত্তর লন্ডনে বিস্ফোরণের আহত ৩০

উত্তর লন্ডনে বিস্ফোরণের আহত ৩০

যুক্তরাজ্যের উত্তর লন্ডনে বুধবার রাতে ইহুদিদের এক উৎসব চলাকালে এক বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।খবরে বলা হয়, স্ট্যামফোর্ড হিলে ইহুদিদের বার্ষিক উৎসব লা বা’ওমার চলাকালে রীতি অনুযায়ী অনেক মোবাইল ফোন আগুনে ছুড়ে মারলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এ উৎসব উপলক্ষে স্টামফোর্ড হিলে শত শত মানুষ সমবেত হয়। সেখানে এ বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন আগুনে পুড়ে গেছে ও ২০ জন হুড়োহুড়িতে আহত হয়।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, পুড়ে যাওয়া ১০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা জানা যায়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment