হাছানের মতো ফালতু কথা বলছেন কাদের: রিজভী

হাছানের মতো ফালতু কথা বলছেন কাদের: রিজভী

কোটা সংস্কার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জমায়াতের ইঙ্গিতে পাহাড়ে রক্তপাত হচ্ছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব  রুহুল কবির রিজভী। বলেছেন, ‘মনে হয় হাছান মাহমুদ ছুটিতে গেছেন, আর সেজন্য একজন অর্থাৎ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওপরই পড়েছে সব ফালতু ও উদ্ভট কথা বলার দায়িত্ব।’

রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী সাধারণ সম্পাদকের মস্তিষ্কে আঁধার নেমেছে বলেই লাগামছাড়া বক্তব্য দিচ্ছেন। শুধু পাহাড় কেন দেশের সব জনপদে রক্তপাতের জন্য দায়ী আওয়ামী লীগ।’

বিএনপির সিনিয়র ‍যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বৈধ-অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। তারাই হাজার হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং বেআইনি অস্ত্র মজুদ রাখার অধিকার দিয়েছে দলীয় সন্ত্রাসীদের। আর এসমস্ত মজুদকৃত অস্ত্রের পাহারাদার হিসেবে রাখা হয়েছে গাজীপুরের এসপি হারুনুর রশীদের মতো পুলিশ কর্মকর্তাদের। পাহাড়ে আওয়ামী লীগের লালিত সন্ত্রাসীরাই রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগ দেশব্যাপী নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত। পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে আওয়ামী লীগ গোটা পাহাড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে।’

‘বর্তমান আওয়ামী যুগে আইনশৃঙ্খলা বাহিনী শাসকদের চোখের ইঙ্গিতে নড়াচড়া করে বলেই দেশব্যাপী রক্তাক্ত সহিংসতার এতো ভয়ানক তাণ্ডব। পার্বত্য চট্টগ্রাম নিয়ে শেখ হাসিনার দেশবিরোধী নীতির কারণেই পাহাড়ে রক্ত ঝরছে। এর জন্য সম্পূর্ণ দায়ী আওয়ামী শাসকগোষ্ঠী।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘কাদের সাহেব আপনি কোটা সংস্কার আন্দোলনের কথা বলেছেন। আপনারাতো আন্দোলন দমাতে ছাত্রছাত্রীদের ওপর গুলি করে, লাঠিপেটা করে, পায়ের রগ পর্যন্ত কেটে গ্রেপ্তার করে ব্যর্থ হয়ে নাকে খত দিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু ওই ঘোষণা পর্যন্তই, এখনও পর্যন্ত গেজেট প্রকাশ না করে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করছেন। কাদের সাহেব, ধূর্তামি ও শঠতার বক্তব্য আর এদেশে চলবে না।’

সিটি নির্বাচনগুলোর কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘দুই সিটিতে আওয়ামী লীগের কর্মীদের হাতে হাতে বৈধ ও অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারের আইনগতভাবে বাধ্যবাধকতা থাকলেও ইসি তা করতে ব্যর্থ হয়েছে। ফলে একদিকে ক্ষমতাসীনদের হাতে হাতে অস্ত্র অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন। এই সাঁড়াশি আক্রমণের মধ্যে দুই সিটিতে অবাধ, সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন দিনকে দিন ভয়াল রূপ ধারণ করছে। নির্বাচনকে ভীতিমুক্ত করতে চায় না বলেই ইসি এসব বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না। এটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। ভোটের দিন আসার পূর্বেই দুই সিটিতে রাষ্ট্রীয় মদদে সহিংস পরিবেশ সৃষ্টি সভ্য সমাজে অনভিপ্রেত। বাংলাদেশে কুৎসিত কুশাসন চলছে বলেই ভোট নিয়ে মিথ্যা জয়ের অহংকারের অবিমৃশ্যকারিতা ছড়িয়ে পড়ছে।’

তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, ‘আমি নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মেরুদণ্ডহীন প্রাণীর চরিত্রে অভিনয় করবেন না। আপনাদের আচরণে মনে হয়-আপনাদেরকে অদৃশ্য সরকারি গুণ্ডামির ভয় আপনাদেরকে তাড়া করছে। আপনারা সাহসিকতার সাথে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুন। অবিলম্বে গাজীপুরের এসপি হারুন এবং খুলনার পুলিশ কমিশনার হুমায়ুন কবিরকে প্রত্যাহার করুন। নইলে উক্ত দুই সিটি করপোরেশনে ইলেকশন হবে না, ভোটের দিন সিলেকশন হবে। অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে দুই সিটিতে সেনা মোতায়েন করুন।’

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, ইউনাইটেড হাসপাতালে দ্রুত চিকিৎসার দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে রহস্যজনক আচরণ করছে। গতকালও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীরা দেখা করেছেন। তারাও দেখা করে এসে বলেছেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দ্রুত তার চিকিৎসার প্রয়োজন।’

মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে রেখে সরকার প্রধান নিষ্ঠুর উল্লাসে মেতে উঠেছেন বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেলেও সরকার প্রধানের নির্দেশে তার জামিন আটকে রাখা হয়েছে। এমনকি কারাগারে পরিত্যক্ত ভবনে স্যাঁতসেতে দীর্ণ-জীর্ণ পরিবেশে থেকে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে তার পছন্দ অনুযায়ী চিকিৎসকদের দ্বারা চিকিৎসা না দেওয়ায় সরকার প্রধানের ষড়যন্ত্র, চক্রান্ত এখন সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠেছে।’ অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান রিজভী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment