দোহারে ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দোহারে ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকা জেলার দক্ষিনে আবস্থিত ঢাকা-০১ আসনের দোহার উপজেলা ও পৌরসভার চলমান কমিটি গত ০৫ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের মাধ্যমে সাক্ষরিত একটি পত্রে হঠাৎ করেই তা বাতিলের ঘোষনা দেয় ঢাকা জেলা দক্ষিন শাখা ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক। এর পরপরই ক্ষোভে ফেঁটে পড়ে দোহার পৌরসভা ও উপজেলা ছাত্রলীগ সহ আওয়ামী সংগঠনের অনেক নেতাকর্মীবৃন্দ। তারই অংশ বিশেষ হিসেবে ০৭ মে সোমাবার সকাল ১০ টায় উপজেলার আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে অশংক্ষ ছাত্রলীগ কর্মিবৃন্দ জড়াও হয়ে হুট করে কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বিক্ষোভকারীরা এই কমিটি বাতিলের জন্য উসকানি মূলক ব্যাক্তিত্ব হিসেবে উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেনেকে দায়ি করে, উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেনের বিরুদ্ধে শ্লোগান তুলে। শ্লোগানে আলমগির চেয়ারম্যানের পতন ও তার এমন নেক্কারজনক কাজের জন্য ধিক্কার জানান বিক্ষোভকারীরা। জেলা দক্ষিন ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের এমন কাজে হতাশা প্রকাশ করে উপজেলা ও পৌরসভা বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীগন। এ সময়  “ফেইজবুকের রাজনীতি মানি না মানবো না”,  “অহেতুক কমিটি বাতিল করা চলবে না” এমন সকল শ্লোগানে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর সহ বেশকিছু গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা, পৌরসভার ও জয়পাড়া কলেজ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। নিজেদের মাঝে এমন কাদাঁ ছেটা-ছেটির কারনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মনে করেন সাধারণ জনগন। বিক্ষোভকারীরা জানায়, কাউকে কিছু না জানিয়ে কমিটির মেয়াদ থাকাকালীন সময়ে হুট করে কমিটি বাতিল ঘোষনার কোনো মানে নেই, এতে করে নিজেদের মাঝে কোন্দল বাড়ছে। দোহার উপজেলা আওয়ামী রাজনীতিতে অশুভ ছায়া এতটাই আক্রান্ত হয়েছে যা কিনা আগামী সংসদ নির্বাচনে এর চরম খেসারত দিতে হবে হুশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘ ঐতিয্যের ধংসের দ্বার প্রান্তে, যে ছাত্রলীগ আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে, তাদেরকে এই ভাবে লবিং গ্রোপীং এ ঠেলে দিয়ে আওয়ামীর জন্য অনিশিসংকেত বলে জানায় বিক্ষোভকারীরা। পাশাপাশি সম্মেলনের মাধ্যমে পুনরায় কমিটি গঠনের জোর দাবী জানানো হয়। তবে এর বিপরীতে কমিটি বাতিল সাপেক্ষে আওয়ামী পরিবারের ঢাকা জেলা ছাত্রলীগের এক পক্ষ থেকে কমিটি বাতিলের সিদ্ধান্তের জন্য বাহবা দিচ্ছেন অনেকেই, মূলত বিবাহিত ও ছাত্র না থাকার কারনেই যুগোপযোগী এ কমিটি বাতিল করা হয়েছে বলে জানা যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment