আগামী ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তহবিল সংগ্রহের জন্য একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশের একটি স্কোয়াড। ইতিমধ্যে চুড়ান্ত হলো সেই এগারজনের পূর্ণ স্কোয়াড।
বাংলাদেশের হয়ে বিশ্ব একাদশে প্রতিনিধিত্ব করবেন টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।
গত বছর একটি ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থ হয় ক্যারিবীয়ান স্টেডিয়াম। আর সেই ক্ষতিগ্রস্থ স্টেডিয়ামের পুনঃনির্মাণের জন্যই এই তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতদিন বিশ্ব একাদশের তালিকায় নয় জনের নাম ছিল। আর এই নয় জনের তালিকায় এবার যোগ দিলেন পেসার ম্যাকক্লেনাঘান আর উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঞ্চি।
বিশ্ব একাদশ স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক, ইংল্যান্ড), তামিম ইকবাল(বাংলাদেশ),সাকিব আল হাসান (বাংলাদেশ), দিনেশ কার্তিক (ভারত), মিচেল ম্যাকক্লেনাঘান (নিউজিল্যান্ড), হার্দিক পান্ডিয়া (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানি স্তান), লুক রঞ্চি (নিউজিল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান)।