কৃষকদের সুবিধার্থে জগন্নাথপুরে খুলে দেওয়া হচ্ছে ফসলরক্ষা স্লুুইস গেইট

কৃষকদের সুবিধার্থে জগন্নাথপুরে খুলে দেওয়া হচ্ছে ফসলরক্ষা স্লুুইস গেইট
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
কৃষকদের সুবিধার্থে জগন্নাথপুরের নলুয়া হাওরের ফসলরক্ষায় নির্মিত স্লুুইস গেইট গুলো আজ শুক্রবার  খুলে দেওয়া হচ্ছে।
 সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর  উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের সুবিধার্থে নলুয়া হাওরের স্লুইস গেইট গুলো খুলে দেওয়ার লক্ষে  উপজেলার সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে  জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ই মে)বিকালে পরিষদের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হাওরের ধান কাটার কাজ শেষ। কিছু সংখ্যক কৃষক কাটা ফসল নিয়ে হাওরে বিপাকে পড়েছেন। বিগত কয়েকদিনের অব্যাহত প্রবল বৃষ্টিপাতে হাওরের অধিকাংশ যাতায়াত সড়কে পানি উঠে গেছে। ফলে কাটা মুষ্টি বাঁধা ও মাড়াই দেওয়া ধান বাড়ীতে উঠিয়ে আনতে পরিবহনের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।কৃষকরা পড়েছেন বিপাকে। তাই হাওরের ফসল রক্ষায় বন্ধ থাকা স্লুুইস গেইট গুলো খোলে দেওয়া হলে নৌকা যোগে কৃষকরা ওই সব ফসল ঘরে তোলে আনতে পারবেন। পাশাপাশি বেড়িবাঁধগুলোর ঝুঁকি কম থাকবে।
নলুয়া হাওর বেষ্টিত কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম ও চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরশ আলী বলেন, নলুয়া হাওরের ধান কাটা শেষ। অব্যাহত ভারি বর্ষনে হাওরের যাতায়াতের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। এ কারনে কাটা ধানগুলো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। স্লুুইস গেইট গুলো খুলে দেওয়া হলে নৌকা দিয়ে সহজে ধানগুলো তোলে আনা যাবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও জগন্নাথপুর উপজেলার আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নাসীর আহমদ  বলেন, উপজেলার সব’কটি হাওরের ফসল কাটা শেষ হয়ে গেছে। হাওরে সামান্য সংখ্যক কৃষকের কর্তন করা ধান মাঠে পড়ে আছে। আমরা ইতিমধ্যে ব্যাপক প্রচারনা চালিয়েছি, হাওর থেকে ধান তোলে নিতে নেওয়ার জন্য। আজ শুক্রবার(১১ই মে) স্লুইস গেইট গুলো খুলে দেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার  বলেন, এবার নলুয়া হাওরসহ উপজেলার ছোট বড় ৯টি হাওরে ২২ হাজার ৫শত হেক্টর জমিতে বোরো ফসলের আবাদ করা হয়েছে। এরই মধ্যে সব হাওরের ফসল কর্তন(কাটা) সম্পন্ন হয়েছে। গোলায় উঠেছে প্রায় ৯০ শতাংক কৃষকের ধান। গত কয়েকদিনের বৃষ্টির কারনে কিছু কৃষকের ধান গোলায় তোলতে ব্যাহত হচ্ছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, স্থানীয় সকল জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিত্বে স্লুুইস গেইট গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসলরক্ষায় ৪টি স্লুইস গেইট নির্মান করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment