রিয়ালে বিশ্বের সেরা ফুটবলাররা খেলে: মেসি

রিয়াল মাদ্রিদ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। ফাইনালে ওঠার পথে একে একে বিদায় করেছে পিএসজি, জুভেন্টাস এবং বায়ার্ন মিউনিখের মতো দলকে। অথচ রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দারুণ জয়ের পরও হেরেছে মেসিদের বার্সেলোনা। রোমার বিপক্ষে বার্সার যে অবস্থা হয়েছিল। ঠিক একই পরিস্থিতিতে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষে দারুণ এক গোলে সেমিতে পৌঁছে যায় জিদানের দল।

এ বিষয়ে বার্সার তারকো মেসি মনে করেন, রিয়াল মাদ্রিদ মাঝে মাঝে খারাপ খেলেও দারুণ সব জয় নিয়ে মাঠ ছাড়ে। বিশ্বের অন্য কোন ক্লাব এমনটা পারে না। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের এমন দারুণ খেলা মেসিকে অনুপ্রাণিত করে বলেও জানান তিনি।

আর্জেন্টাইন তারকা বলেন, ‘রিয়ালের আলাদা আলাদা পজিশনে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছেন। বার্সারও আছে। কিন্তু রিয়ালের এমন বিশেষ কিছু আছে যা কেবল রিয়ালের হাতেই আছে। তারা কোন কোন দিন খারাপ খেললেও ফলাফল তাদের পক্ষে যায়। অথচ আমাদের সেরা খেলাটা দিয়ে জয় পেতে হয়।’

বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে রোমার কাছে বাজেভাবে হেরে ছিটকে যায়। মেসির কাছে এটা খুব হতাশাজনক, ‘আমি রিয়ালের চ্যাম্পিয়নস লিগের খেলা দেখে দারুণ অনুপ্রাণিত হই। প্রতি বছর চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। উচিয়ে ধরতে চাই লিগের শিরোপা।’

মেসির ম্যানসিটি যাওয়ার গুঞ্জন শোনা যায় মাঝে মাঝেই। তবে মেসি ম্যানসিটি যাওয়ার প্রশ্ন শুনে অবাক হয়েছেন। আগুয়েরো সেখানে আছেন তাই দুয়ে দুয়ে চার মেলানোর প্রশ্নে তিনি বলেন, ‘আমার এবং তার ক্লাবে একসঙ্গে দেখা যেতে পারে যদি সে বার্সায় যোগ দেয়।’ এসময় পেপ গার্দিওয়ালার ইংলিশ ক্লাবে কোচিং করানো নিয়ে মেসি বলেন, ‘তিনি বিশ্বের সেরা কোচদের একজন। মাঠে তিনি এমন অনেক কিছুই প্রয়োগ করবেন যা আপনি আগে কখনই দেখেননি।’

সূত্র: ইএসপিএন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment