নওগাঁয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির অতিরিক্ত জরিমানা বাতিলের দাবীতে সাধারন শিক্ষার্থীদের মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত ভর্তি বাতিলের জন্য যে
অতিরিক্ত জরিমানা আদায় করা হচ্ছে, তা বাতিলের দাবীতে রবিবার বেলা সাড়ে
১১টা নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থীরা। নওগাঁ
সরকারী কলেজ চত্বরে ঘন্টাকাল ব্যাপী এই মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন। কিন্তু বার্সার সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালার অধীনে খেলা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার কাছে এটা বড় এক আক্ষেপ। আর তাই ক্যারিয়ারের কোন এক পর্যায়ে বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওয়ালার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে খেলা অনেক উত্তেজনার বলেও মনে করেন তিনি। নেইমার ২০১৬-১৭ মৌসুমে গার্দিওয়ালাকে প্রশংসা করে তার অধীনে খেলার আগ্রহের কথা জানান। সেই আগ্রহ এখনো আছে জানিয়ে নেইমার বলেন, 'আমি সব সময় গার্দিওয়ালার অধীনে কাজ করতে চেয়েছি। আমি বার্সায় যোগ দিলে ক্লাব ছেড়ে দেন তিনি। আমার সত্যি তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে।' পিএসজি তারকা নেইমার বর্তমানে ব্রাজিলে দলের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। তবে ইনজুরি কাটিয়ে মাঠের নামার অপেক্ষায় থাকা এই তারকা এখন দল বদল নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার রাশিয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠছেন বলে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রানীবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র মহিবুল্লাহ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত
মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান
শিউল, সাধারন শিক্ষার্থী জাকির হোসেন শাকিল, বিশাল আহমেদ, মামুন, হিমেল,
আশিক, তন্ময়, জাহাঙ্গীর আলম, রিফাত, নাসির হোসেনসহ বিভিন্ন বর্ষের
ছাত্ররা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বৈত ভর্তি
বাতিলের অতিরিক্ত প্রায় ৮/১০ হাজার টাকা জরিমানা আদায় করা হচ্ছে। সেই ফি
বাতিলের দাবী জানান তারা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment