মোটরবাইকের পঞ্চম শ্রেনীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

 

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর সাপাহার উপজেলার খন্ধসঢ়;জনপুর – ভিওইল পাকা
রাস্তায় চলন্ত মোটরবাইকের ধাক্কায় আনোয়ার হোসেন(১২)নামে পঞ্চম শ্রেনীর এক
স্কুল ছাত্র নিহত হয়েছে।
জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিওইল সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের ২য় শ্রেনীর এক ছাত্রকে নিয়ে লালচান্দা গ্রামের জালাল উদ্দীনের শিশু পুত্র
আনোয়ার হোসেন তার বাইসাইকেলে চড়ে খন্ধসঢ়;জনপুর বাজারে আসছিল। পথে
বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরবাইক (নওগাঁ-হ-
১৩৭১১৫) তাকে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। এ সময় গুরুত্বর আহত স্কুল ছাত্র
আনোয়ারকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষনা করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে
পৌছে মোটরবাইকের চালক শিরন্টি ইউপি সদস্য মোকলেছুর রহমান সরকারে
ছেলে শাওন হোসেন (২২) কে আটক করে থানায় নিয়ে যায়। সাপাহার থানার
অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ্ধসঢ়; ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন। কিন্তু বার্সার সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালার অধীনে খেলা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার কাছে এটা বড় এক আক্ষেপ। আর তাই ক্যারিয়ারের কোন এক পর্যায়ে বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওয়ালার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে খেলা অনেক উত্তেজনার বলেও মনে করেন তিনি। নেইমার ২০১৬-১৭ মৌসুমে গার্দিওয়ালাকে প্রশংসা করে তার অধীনে খেলার আগ্রহের কথা জানান। সেই আগ্রহ এখনো আছে জানিয়ে নেইমার বলেন, 'আমি সব সময় গার্দিওয়ালার অধীনে কাজ করতে চেয়েছি। আমি বার্সায় যোগ দিলে ক্লাব ছেড়ে দেন তিনি। আমার সত্যি তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে।' পিএসজি তারকা নেইমার বর্তমানে ব্রাজিলে দলের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। তবে ইনজুরি কাটিয়ে মাঠের নামার অপেক্ষায় থাকা এই তারকা এখন দল বদল নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার রাশিয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠছেন বলে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment