নওগাঁয় দুঃস্থ মহিলাদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরন

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

রবিবার বেলা ১টায় নওগাঁয় দুঃস্থ মহিলাদের মাঝে
বিনামুল্যে সেলাইমেশিন প্রদান করা হয়েছে। নওগাঁ সদরের মোঃ আব্দুল মালেক
এমপির ব্যক্তিগত বরাদ্দ থেকে নওগাঁ সদর ্ধসঢ়;উপজেলার ৫ জন মহিলার মাঝে এই সেলাই
মেশিনগুলো বিতরন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিনগুলো বিতরন করেন, জাতীয় মহিলা সংস্থা
নওগাঁর চেয়ারম্যান শাহনাজ বেগম।বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন। কিন্তু বার্সার সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালার অধীনে খেলা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার কাছে এটা বড় এক আক্ষেপ। আর তাই ক্যারিয়ারের কোন এক পর্যায়ে বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওয়ালার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে খেলা অনেক উত্তেজনার বলেও মনে করেন তিনি। নেইমার ২০১৬-১৭ মৌসুমে গার্দিওয়ালাকে প্রশংসা করে তার অধীনে খেলার আগ্রহের কথা জানান। সেই আগ্রহ এখনো আছে জানিয়ে নেইমার বলেন, 'আমি সব সময় গার্দিওয়ালার অধীনে কাজ করতে চেয়েছি। আমি বার্সায় যোগ দিলে ক্লাব ছেড়ে দেন তিনি। আমার সত্যি তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে।' পিএসজি তারকা নেইমার বর্তমানে ব্রাজিলে দলের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। তবে ইনজুরি কাটিয়ে মাঠের নামার অপেক্ষায় থাকা এই তারকা এখন দল বদল নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার রাশিয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠছেন বলে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত
সেলাইমেশিন বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা
চেয়ারম্যান পারভীন আকতার, পোরশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা
আকতার, নবদিগন্ত মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মমতাজ বেগম এবং মহিলা
কর্ম উন্নয়ন সংস্থার সভানেত্রী নুর নাহার সুষমা সাথী ।
যেসব দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাইমেশিন বিতরন করা হয়েছে তারা হলেন, নওগাঁ
শহরের মাষ্টারপাড়া এলাকার তহমিনা আকতার, করনেশনপাড়া এলাকার ইফফাত আরা, সদর
উপজেলার আতিথা গ্রামের মোছাঃ সুরাইয়া পারভীন, ফতেপুর গ্রামের মোছাঃ
নাছরিন আকতার এবং গাংজোয়ার গ্রামের মোছাঃ হাসিনা বেগম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment