কচুয়ায় ব্র্যাক সংস্থার উদ্যোগে ইফতার ও মাহফিল

মোঃ মাসুদ রানা,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
কচুয়ায় ব্র্র্যাক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মিলাদ
অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পালাখাল ব্র্যাক শাখা ব্যবস্থাপকের
উদ্যোগে ইফতার ও মিলাদের আয়োজন করা হয়। পালাখাল ব্র্যাক শাখা
ব্যবস্থাপক আব্দুল্লাহ হেল বাখিরের তত্ত্বধানে ইফতার ও মিলাদ সঞ্চালন
করা হয়। এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানে শাখা হিসাব কর্মকর্তা
সাইফুল ইসলাম,প্রগতি কর্মসূচি পিও মিন্টু বিশ^াস,দাবি
কর্মসূচি পিও রিনা আক্তার,এনায়েত উল্যাহ,শামছুল আলম,রুবেল
হোসেন,জনতা ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন,মনির
হোসেন,পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নবীর
হোসেন,পালাখাল ব্র্যাক সংস্থার দাবি কর্মসূচি পিও দেবল
তালুকদার,পুনাক চাকমা,খাদিজা আক্তার,সাইফুল ইসলাম,মইনুল
ইসলাম,অমিতা বালা,বাজার ব্যবসায়ী জামাল হোসেন সহ
শতাধিক লোক উপস্থিত ছিলেন।হোসেনসহ আশা,পেইজ,জনতা
ব্যাংক কর্মকর্তা ও মিয়াজী ডেপলেপমেন্টের কর্মকর্তা উপস্থিত
ছিলেন । অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওলানা শরীফ হোসেন।

বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন। কিন্তু বার্সার সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালার অধীনে খেলা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার কাছে এটা বড় এক আক্ষেপ। আর তাই ক্যারিয়ারের কোন এক পর্যায়ে বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওয়ালার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে খেলা অনেক উত্তেজনার বলেও মনে করেন তিনি। নেইমার ২০১৬-১৭ মৌসুমে গার্দিওয়ালাকে প্রশংসা করে তার অধীনে খেলার আগ্রহের কথা জানান। সেই আগ্রহ এখনো আছে জানিয়ে নেইমার বলেন, 'আমি সব সময় গার্দিওয়ালার অধীনে কাজ করতে চেয়েছি। আমি বার্সায় যোগ দিলে ক্লাব ছেড়ে দেন তিনি। আমার সত্যি তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে।' পিএসজি তারকা নেইমার বর্তমানে ব্রাজিলে দলের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। তবে ইনজুরি কাটিয়ে মাঠের নামার অপেক্ষায় থাকা এই তারকা এখন দল বদল নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার রাশিয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠছেন বলে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment