মুরাদনগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

মো:ফাহাদ বিন রহমান,মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি;

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বন্দুকযুদ্ধে লিটন ওরফে কানা লিটন (৩৬) ও বাতেন মিয়া (৩৪) নামের ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ শত বোতল ফেন্সিডিল, একটি এলজি, একটি ছুরি ও একটি কার্তুজ খোসা উদ্ধার করা হয়েছে। এসময় এসআই মোজাম্মেল, এএসআই মাসুদুর রহমান ও এএসআই রোকন আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) রাত সাড়ে ১২ টায় উপজেলার গুঞ্জর ভেরিবাধ এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন। কিন্তু বার্সার সেরা কোচদের একজন পেপ গার্দিওয়ালার অধীনে খেলা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান তারকার কাছে এটা বড় এক আক্ষেপ। আর তাই ক্যারিয়ারের কোন এক পর্যায়ে বর্তমান ম্যানসিটি কোচ গার্দিওয়ালার অধীনে খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে খেলা অনেক উত্তেজনার বলেও মনে করেন তিনি। নেইমার ২০১৬-১৭ মৌসুমে গার্দিওয়ালাকে প্রশংসা করে তার অধীনে খেলার আগ্রহের কথা জানান। সেই আগ্রহ এখনো আছে জানিয়ে নেইমার বলেন, 'আমি সব সময় গার্দিওয়ালার অধীনে কাজ করতে চেয়েছি। আমি বার্সায় যোগ দিলে ক্লাব ছেড়ে দেন তিনি। আমার সত্যি তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছে।' পিএসজি তারকা নেইমার বর্তমানে ব্রাজিলে দলের সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরে। তবে ইনজুরি কাটিয়ে মাঠের নামার অপেক্ষায় থাকা এই তারকা এখন দল বদল নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার রাশিয়া বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠছেন বলে ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত লিটন ওরফে কানা লিটন উপজেলার পৈয়া পাথর এলাকার আব্দুস সামাদের ছেলে ও অপর নিহত বাতেন বাখরনগর এলাকার সহিদ মিয়ার ছেলে। কানা লিটনের বিরুদ্ধে ৭ টি মামলা ও বাতেনের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

থানা পুলিশ সূত্র জানায়, মাদকের চালান যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলমের নেতৃত্বে পুলিশের টিম গুঞ্জর ভেরিবাধ এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আতœরক্ষার্থে গুলিবর্ষণ করলে কানা লিটন ও বাতেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় একজন এসআইসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment