ময়মনসিংহের ফুলপুরে সাদেক হত্যায় মানববন্ধন এ ঘটনা নিয়ে কেউ রাজনীতি করলে কঠোর কর্মসূচির হুমকি

মিজানুর রহমান
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ফুলপুর পৌরসভার কাউন্সিলর পৌর যুবলীগের আহবায়ক মোঃ সাদেকুর রহমান হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ফুলপুরে বিশাল মানববন্ধন ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর পৌর এলাকা প্রদক্ষিণ করে বিশাল শোক র‌্যালি করার পর ফুলপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করে। এ সময় ঢাকা হালুয়াঘাট ঢাকা শেরপুর মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে  বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল খালেক, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক   ফুলপুর প্রেসক্লাব সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুকুল, ফুলপুর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোঃ খলিলুর রহমান, যুবলীগ নেতা ফুলপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, পৌর কাউন্সিলর হালিমা খাতুন, নিহতের ভাই আমিনুল ইসলাম লিটন, সোহানুর রহমান সোহাগ প্রমূখ। বক্তারা অবিলম্বে কাউন্সিলর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বলেন অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এ হত্যা কান্ড নিয়ে কেউ রাজনীতি করে আসামীদের বাচানোর চেস্টা করলে ফুলপুর অচল করে দেয়া হবে।
উল্লেখ্য, পৌর কাউন্সিলর  সাদেকুর রহমান (২৫) কে গত ৯ মে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মনিরুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাসেল আহমেদ রয়েলসহ ২১ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।তিন জন আদালতে আত্বসমর্পন করলে তাদেরকেও জেল হাজতে প্রেরন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment