সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ১৮ জেলে ও ১০টি নৌকা উদ্ধার

আবু হানিফ, বাগেরহাট থেকে ঃ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের নলিয়ান পারার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে
বনদস্যুদের হাতে অপহৃত ১৮ জেলে, তাদের ব্যাবহৃত ১০টি নৌকা উদ্ধার ও বনদস্যুদের ১ টি
নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপন
সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। তবে এসময় কাউকে গ্রেফতার করা পারেনি
কোস্টগার্ড। শুক্রবার বিকেলে উদ্ধারকৃত নৌকা ও জেলেদেরকে মংলা থানা পুলিশের কাছে
হস্থান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানাগেছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,
বনদস্যুরা মুক্তিপনের দাবীতে ১৮ জেলেকে জিম্মি করে রেখেছে এমন গোপন সংবাদের
ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের নলিয়ান পারার খাল সংলগ্ন এলাকায় অভিযানে
চালায়। এসময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড
সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে অপহৃত ১৮ জেলে ও তাদের ব্যবহৃত ১০টি নৌকা এবং
দস্যুদের ব্যবহৃত একটি নৌকা জব্দ করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের এ কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান
নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনের বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান
অব্যাহত থাকবে।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment