কলাপাড়ায় টিয়াখালী এনএসএস এর সহযোগীতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত।

পটুয়াখালী প্রতিনিধি \ প্লাস্টিক দূষন বন্ধ করি,প্লাস্টিক পুনঃ ব্যবহার করি, না পারলে বর্জন করি এই  স্লোগানকে সামনে রেখে বেসরকারী উন্নয়নমূলক সংস্থা এন এস এস  এর সহযোগীতায়  টিয়াখালী ইউনিয়ন পরিষদ ও NSS এর ভলান্টিয়ার গ্রুপ আয়োজনে  বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
০৫ ই জুন মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে টিয়াখালী অস্থায়ী কার্যালয় এতিমখানা থেকে শুরু করে কলাপাড়া পৌর শহর বিভিন্ন প্রধান প্রধান সড়কে র‍্যালী বের করা হয় এবং পরে টিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং  টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব ইব্রাহীম খলিল, ইউপি সদস্য সৈয়দ মোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, শিক্ষক জাকির হোসেন, এন এস এস CRCC প্রকল্প কর্তৃক নাচনাপাড়া গ্রাম উন্নয়ন সভাপতি মোঃ জুলহাস মোল্লা, পূর্ব টিয়াখালী গ্রাম উন্নয়নের সভাপতি মাসুদ , এন এস এস CRCC প্রকল্পের গ্রাম উন্নয়ন এর  ভলান্টিয়ারবৃন্দ, সুশিল বর্গের ব্যাক্তিবর্গ, ছাত্রছাত্রীবৃন্দ, কৃষক, জেলে প্রমুখ।।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment