ঈদে নীলফামারীতে ভিজিএফের চাল পাবেন-৩লাখ ৯৮হাজার ৬৪৯টি পরিবার ॥

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি॥ রমজান শেষে আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে
নীলফামারীতে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসুচির আওতায় ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর চাল
পাবেন ৩ লাখ ৯৮ হাজার ৬৪৯ পরিবার। ঈদূল ফিতরের আগেই জেলার ৬ উপজেলায় প্রতি পরিবারের মাঝে ১০
কেজি করে চাল বিতরন করা হবে। এতে বিতরনকৃত চালের পরিমান ৩ হাজার ৯৮৬ দশমিক ৪৯ মেট্রিক
টন।জেলা ত্রাণ ও পূর্ণবাসন দপ্তর জানায়, বছরের ঈদ উৎসব ও পূজা অথবা প্রাকৃতিক দুর্যোগ মহুর্তের
জন্য সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসুচির আওতায় এই (দুঃস্থ্যদের খাদ্য সহায়তা) ভিজিএফের চাল বিতরন করা
হয়। ঈদ উপলক্ষে এই চালের বরাদ্দ দপ্তরে এসে পৌঁছেছে।সুত্র জানায়, জেলার ৬ উপজেলায় ৩লাখ ৯৮ হাজার
৬৪৯টি পরিবার ওই চাল পাবে। এর মধ্যে,ডিমলা উপজেলায় ৬৬ হাজার ২১৩ টি পরিবার, জলঢাকায় ৭৬ হাজার
৮৬৮, ডোমারে ৫২ হাজার ৯২২. নীলফামারী সদরে ৮৯ হাজার ৩৭৪, সৈয়দপুরে ৪৩ হাজার ৬৮৩, কিশোরগঞ্জে ৫৫
হাজার ৭২৬ পরিবার।
এদিকে, নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১, সৈয়দপুর পৌর সভায় ৪ হাজার ৬২১, জলঢাকা পৌরসভায় ৩
হাজার ৮১ ও ডোমার পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবার ১০ কেজি করে চাল পাবেন। জেলা ত্রাণ ও পুর্নবাসন
কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বলেন, ঈদের আগেই এসব চাল সুফলভোগিদের মাঝে বিতরন করা
হবে। যাতে করে গরীব দুস্থ্য মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। এটি সরকারের একটি মহতি
উদ্দ্যোগ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment