নীলফামারীতে কর্মসৃজন কর্মসুচির সুফলভোগি ১৩হাজার ৩০৪টি পরিবার॥

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি॥ নীলফামারীর ছয় উপজেলায় এবারে ৪০দিনের
কর্মসৃজন কর্মসুচিতে সুফলভোগির সংখ্যা (সুবিধা পেয়েছে) ১৩ হাজার ৩০৪টি অতিদরিদ্র পরিবার।
এতে প্রতিটি পরিবারের কমপক্ষে একজন করে লোক ওই কর্মসুচিত ৪০দিন করে কাজ করেন। আর তারা
প্রতিদিনের মজুরি পেয়েছেন ২০০ টাকা করে। এই কাজ শুরু হয়েছিল ১৫ এপ্রিল আর শেষ হয়েছে ২৫ মে
পর্যন্ত।
সুত্র জানায়,সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অতিদরিদ্র, ভূমিহীন ও বেকার জনগোষ্টির মধ্যে
এই কর্মসূচি মানুষের জীবনমান নিরাপত্তা নিশ্চিত করে। এতে তারা এই অর্থ দিয়ে অর্থনৈতিক
সমস্যা মোকাবিলা করতে পারবে। টানা ৪০ দিনের কাজে প্রতিদিন ২০০ টাকা করে মজুরি পায় তারা।এই
কর্মসুচিতে নীলফামারী জেলায় ১৩ হাজার ৩০৪জন সুফলভোগী অংশ গ্রহন করে। এর মধ্যে সদরের ১৫টি
ইউনিয়নে ৩ হাজার ১৯৪ জন, সৈয়দপুরে ৫টি ইউনিয়নে ১ হাজার ১০,ডিমলায় ১০টি ইউনিয়নে ২ হাজার
২৬৭ জন, ডোমারে ১০ ইউনিয়নে ১হাজার ৬৩৮ জন, জলঢাকায় ১১ ইউনিয়নে ৩ হাজার ৩৯৯,কিশোরগঞ্জ
উপজেলায় ৯টি ইউনিয়নে ১হাজার ৮১৬জন সুফলভোগি ৪০ দিনের কর্মসৃজন কর্মসুচিতে অংশ গ্রহন
করে আর্থিক সচ্ছলতা ফিরে পেয়েছে।

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment