বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আবুল হাশেম ফকির:

দোহার উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেনীর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ নবীন বরণ ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়। বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহাম্মেদ খন্দকার, কলেজের গভর্নিং বডির সদস্য মো. রাজ্জাক আকন, আলমাস, সাংবাদিক আবুল হাসেম ফকির, তানজিম ইসলাম, মোঃ জুবায়ের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকবৃন্দ। এ সময় বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম তার বক্তব্যে বলেন, এটি দোহারের একমাত্র মহিলা কলেজ। ২০১৭ সালের এইচ এসসি পরীক্ষার ফলাফলে দোহারের চারটি কলেজের মধ্যে আমরা দ্বিতীয় স্থান অর্জন করি। সাফল্যের ধারাবাহিকতা দেখে এবার কলেজে অনেক বেশী ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে কলেজটিতে মানবিক ও বানিজ্য শাখার কার্যক্রম চালু রয়েছে। পরে কলেজের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment