নবীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৩

মোঃ সুমন আলী খান, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহিবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দীলিপ রায় (৪৫) নামের এক
ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ টু হবিগঞ্জ আঞ্চলিক সড়কের ইমামবাড়ি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দীলিপ রায় উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত দীগেন্দ্র রায়ের পুত্র। সূত্রে জানাযায়, উল্লেখিত সড়কের ইমামবাড়ি নামক স্থানে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহি বাস ও বিপরিত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দীলিপ রায় নিহত হন। এ সময় অপর যাত্রী সিকান্দারপুর গ্রামের মৃত বজেন্দ্র দাশের পুত্র সুশান্ত দাশ (৫৫), তার কন্যা রিম্পি
দাশ (২০) ও চৌকি গ্রামের নিরাপদ দাশের পুত্র সুমন দাশ (৩৩) গুরুতর আহত হন। এর
মধ্যে সুশান্ত দাশ (৫৫) তার কন্যা রিম্পি দাশকে (২০) মুমুর্ষ অবস্থায় সিলেট
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত
জনতা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের
সহযোগীতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment