বড়াইগ্রামে মাকে থাপ্পড় দেয়ায় ভাই-ভাবীকে পিটিয়ে জখম

নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে পারিবারিক ঘটনার প্রেক্ষিতে মাকে থাপ্পড় মারায়
বড়ভাই ও ভাবীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ছোট ভাই, তার স্ত্রী ও বোন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর এলাকায় এ
ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভাই ইসমাইল খান (৫৫) ও তার স্ত্রী শাহনাজ
বেগম (৪৫) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ইসমাইল
কালিকাপুর এলাকার মৃত আমিনউল্লাহ খানের ছেলে।
প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান, ছোট ভাই বাবুল খান বড় ভাই
ইসমাইলের স্ত্রী শাহনাজকে প্রায়ই কুপ্রস্তাব দিতো। এনিয়ে নিজেদের
মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে শাহনাজ তার শ্বাশুড়ি অর্থাৎ ইসমাইল ও
বাবুলের মাকে থাপ্পড় মারে। পরবর্তীতে বাবুল, তার ছোট বোন সাবানা
আক্তার ও বাবুলের স্ত্রী শাহিনা বেগম লাঠি-সোঠা নিয়ে ভাই ইসমাইল ও
ভাবী শাহনাজকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত আহত করে। পরে প্রতিবেশীরা উদ্ধার
করে তাদের দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও অবস্থার অবনতি হলে
রাজশাহীতে নিয়ে যায়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রফিকুল ইসলাম ঘটনার
সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারী
তিনজন পলাতক রয়েছে।
#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment