মান্দার ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে

বিকাশ চন্দ্র প্রাং, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

দ্রুতগতিতে এগিয়ে চলেছে
মান্দার বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ। অবিলম্বে
নির্মাণ কাজ সম্পন্ন করে এটির উদ্বোধন করা হবে জানিয়েছে
সংশ্লিষ্ট সুত্র। নওগাঁ গণপূর্ত বিভাগের তত্ববধানে ৩ কোটি ১৩ লাখ
টাকা ব্যয়ে এটির নির্মাণ করছে মেসার্স মাসুমা বেগম নামে একটি
ঠিকাদারি প্রতিষ্ঠান।
নওগাঁর বৃহত্তম উপজেলা মান্দা। ১৪টি ইউনিয়নের সমন্বয় এ উপজেলা
গঠিত। লোকসংখ্যা প্রায় ৫ লাখ। এ উপজেলার ২৯ কিলোমিটার এলাকাজুড়ে
রয়েছে নওগাঁ-রাজশাহী মহাসড়ক। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় প্রায়ই
ঘটে ছোট-বড় দুর্ঘটনা। অগ্নিকান্ড কিংবা বাস খাদে পড়ে দুর্ঘটনায়
উদ্ধার কাজে নিয়ামতপুর, নওগাঁ ও রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের দ্বারস্থ
হতে হয়। এসব স্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌঁছার
আগেই অঘিœকান্ডে ভস্মীভূত হয় বসতবাড়ি, দুর্ঘটনায় ঘটে প্রাণহানীর
ঘটনা।
জানা গেছে, মান্দা উপজেলা সদর থেকে নিয়ামতপুরের দুরত্ব ২০
কিলোমিটার, নওগাঁ সদর ৩৫ কিলোমিটার ও রাজশাজী সদর ৫০
কিলোমিটার। ঘটনার সংবাদ এসব স্টেশনে পৌঁছার পর প্রস্তুতি নিয়ে
ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মিরা
ঘটনাস্থল পৌঁছালেও ভুক্তভোগীদের কোনো উপকারেই আসতে পারে না।
এ অবস্থায় বিপুল জনঅধ্যুষিত উপজেলায় একটি ফায়াস সার্ভিস স্টেশন
স্থাপনের দাবি উঠে। বেশ কয়েকটি বড়বড় দুর্ঘটনার পর এ দাবি আরও
জোরালো হয়। এলাকাবাসির দাবির প্রেক্ষিতে বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ
উদ্দিন প্রামানিক এমপির ঐকান্তিক প্রচেষ্টায় মান্দা ফায়ার সার্ভিস
স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। নওগাঁ-রাজশাহী মহাসড়কের শহীদ
কামারুজ্জামান টেক্সস্টাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের পাশে উপজেলার
ফেরিঘাটের অদুরে এটির নির্মাণ কাজ চলছে। ভূমি অধিগ্রহণ জটিলতা
কাটিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে এটির নির্মাণ কাজ শুরু করে
ঠিকাদারি প্রতিষ্ঠান।
গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজ অধ্যক্ষ জহুরুল ইসলাম জানান,
এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনে প্রাণের দাবি ছিল উপজেলাবাসির ।
সেই বহুল প্রত্যাশিত স্টেশনটির নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে
চলেছে। খুব অল্প সময়ে উপজেলাবাসি এর সুফল ভোগ করবেন। এ জন্য বস্ত্র ও
পাটমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওসমান গণি
জানান, ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
অবিলম্বে নির্মাণ কাজ সম্পন্ন করে এর কার্যক্রম চালুর ব্যবস্থা করা হবে।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment