পাবনার বেড়ায় একই পরিবারের ৩ জন হত্যার প্রধান আসামি তুহিন গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম(সান) পাবনাঃ

পাবনার বেড়ায় ঘুমন্ত মা,ছোট ভাই ও খালাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনার দুই দিনপর শুক্রবার (৬জুলাই) রাতে খুলনা জেলার ফুলতলা থানা এলাকার বেজেরডাঙ্গা গ্রাম থেকে প্রধান আসামী ঘাতক তুহিন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে গত শনিবার তুহিন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে বেড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানিয়েছেন। বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাসান গতকাল শনিবার (৭ জুলাই) বিকাল ৪.৩০টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান,গত শুক্রবার (৬জুলাই) ভোর রাতে খুলনা জেলার ফুলতলা থানা এলাকা বেজেরডাঙ্গা গ্রামের জনৈক ফেরদৌস মেম্বারের বাড়ি থেকে মা, ছোট ভাই ও খালাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার প্রধান আসামী ঘাতক তুহিনকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। সে পুলিশের কাছে তিন(৩)জন হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তুহিন পুলিশকে জানিয়েছে, তার স্ত্রী রুনা খাতুনকে বিভিন্ন সময় বাড়ির লোকজন কটুক্তি এবং আজেবাজে কথা বলায় সে ক্ষিপ্ত হয়ে প্রথমে খালা মরিয়ম ওরফে নসিমনকে ডেকে ঘরের বাইরে ডেকে নিয়ে তার সাথে বাকবিতর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে মনের আক্রোশে রাত্রি সাড়ে তিনটার সময় ধারালো অস্ত্র দিয়ে গলাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ সময় তুহিনের মা তসলিমা খাতুন ওরফে বুলি খাতুন, ছোট ভাই তুষার নসিমনকে বাঁচাতে এলে তাদেরকেও এলোপাতারি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তুহিনের স্ত্রী রুনাকে জিঞ্জাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।উল্লেখ্য গত বুধবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার সময় বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে সোনাপদ্মা চারা বটতলা গ্রামের মোঃ মিঠু মিয়ার ছেলে তুহিন (২২) একটি ধারালো চাপাতি নিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকা তার ছোট ভাই তুষার (১১), মা বুলি খাতুন (৪৩), খালা নসিমন খাতুন (৫৫) কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকালে তিনঁজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় তুহিনের স্ত্রী রুনা কে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসে। তার জবানবন্দি অনুযায়ী পুলিশ গত শুক্রবার (৬জুলাই) প্রধান আসামী ঘাতক তুহিনকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় বুলবুলির ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মোঃ রফিকুল ইসলাম(সান) বেড়া-সাঁথিয়া পাবনা প্রতিনিধি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment