নওগাঁয় ফসলী জমিতে ইট ভাটি বন্ধের দাবিতে কৃষক-কিষানীর মানববন্ধন

 বিকাশ চন্দ্র প্রাং,স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে ফসলী জমিতে ইট ভাটি বন্ধের দাবিতে আবাদী জমিতে দাঁড়িয়েই ঘন্টাব্যাপি মানব বন্ধন কর্মসূচি পালন করলেন এলাকার কৃষক ও কিষানীরা। সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচিতে উপজেলার স্বরুপপুর গ্রামের আনুমানিক দেড় শতাধিক সাধারন কৃষক ও কিষাণীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, আমাদেরকে না জানিয়েই নওগাঁ সদর উপজেলার প্রতাপদহ গ্রামের মুনছুর আলীর ছেলে জনৈক মানিক উদ্দীন স্বরুপপুর গ্রামের মৃত কুরানুর ছেলে মঞ্জুর আবাদী ৪ বিঘা জমি বাৎসরিক লীজ নিয়ে ইটভাটি নির্মানের কাজ শুরু করেছেন। গ্রামবাসী আরো অভিযোগ করেন, ইটভাটি নির্মানের শুরুতেই আমরা আমাদের আবাদী জমির ফসল রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়ে আসলেও ইটভাটি মালিক কোন তোয়াক্কা না করেই ইটভাটি নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের তিন ফসলী আবাদী জমিতে ইটভাটি নির্মান করতে দিবনা। স্বরুপপুর গ্রামের মৃত বিষু মন্ডলের ছেলে মিলন হোসেন (২৮) ও মৃত আজিজারের ছেলে মোশারফ হোসেন (২৫) মানববন্ধন চলাকালে অভিযোগ করে বলেন, ইটভাটা মালিক আমাদের সঙ্গে কোন কথা না বলেই আমাদের জমিতে ও ইটভাটি তৈরীর কাজ শুরু করেছেন। একই সময় স্বরুপপুর গ্রামের আফছার আলী মন্ডলের ছেলে ভুট্টু (৩৬) জানান, ওই ইটভাটি মালিক আমাকে এক প্রকার হুমকি দিয়েই বলেছেন, নবনির্মিত ইটভাটির সঙ্গে লাগানো আমার তিন ফসলি ৫ বিঘা জমিও তিনি লীজ নিবেন। আমি আপোসে না দিলে আমার জমিতে কোন ফসল হবেনা এজন্য আমি জমি দিতে বাধ্য হব বলেও আমাকে হুমকি দিয়েছেন ভাটি মালিক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment